For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ১৯ ফেব্রুয়ারি : আজ কেওড়াতলায় শেষকৃত্য তাপস পালের

Google Oneindia Bengali News

মঙ্গলবার ভোররাতে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টলিউড তারকা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল। গতকাল বিকেল পাঁচটা নাগাদ টলিউড অভিনেতার মরদেহ বিমানে উড়িয়ে নিয়ে আসা হয় কলকাতা। আজ সকালে প্রথমে গল্ফগ্রিনের বাড়িতে শায়িত থাকবে তাঁর দেহ। সেখান থেকেই আজ সকাল ১১টা নাগাদ তাঁকে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে। এরপর কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

LIVE সারাদিনের নিউজ আপডেট ১৯ ফেব্রুয়ারি : আজ কেওড়াতলায় শেষকৃত্য তাপস পালের

Newest First Oldest First
7:28 PM, 19 Feb

জাপান উপকূলে বন্দি জাহাজে আরও এক ভারতীয়ের শরীরে মিলল করোনা ভাইরাস।
7:27 PM, 19 Feb

অসমের এনআরসিতে রয়েছে ৮০ লক্ষ বিদেশির নাম, রয়েছে জিহাদিরাও! সুপ্রিম কোর্টে হলফনামায় চাঞ্চল্য।
7:26 PM, 19 Feb

চায়ে-পে চর্চায় লিট্টি-চোকা-কুলচার যুগলবন্দী, ইন্ডিয়া গেটে অন্য মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7:26 PM, 19 Feb

তাপস পালের মৃত্যু নিয়ে শাসকদলকে পালটা নিশানা করেছে বাম ও কংগ্রেসও।
7:25 PM, 19 Feb

তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রীকেই তাপস পালের মৃত্যুর জন্য সরাসরি দায়ি করছেন রাজ্য বিজেপি-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার৷
7:25 PM, 19 Feb

তাপস পালের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকেই দুষছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর বিরুদ্ধে৷
7:24 PM, 19 Feb

তাপস পালের মৃত্যু নিয়ে শাসকদল এবং বিরোধী দলগুলির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর শুরু।
7:23 PM, 19 Feb

এবার আপেলের বীজ দিয়ে বিশ্বের সবথেকে বড় মালা গেঁথে রেকর্ড গড়লেন নদিয়ার শান্তিপুরের অনুপম সরকার। নাম তুললেন গিনেস বুকে৷ এর আগে স্টেপলারের পিন দিয়ে মালা বানিয়ে রেকর্ড করেছিলেন।
7:22 PM, 19 Feb

পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করেছিল। নজরে পড়ে যায় পরীক্ষকের। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাকে। পরে আইটি অ্যাক্টে গ্রেপ্তার করা হয় তাকে। সূত্রের খবর, ওই পরীক্ষার্থী রতুয়ার বাহারাল হাইস্কুলের ছাত্র । স্থানীয় বৈদ্যনাথপুর হাইস্কুলে তার পরীক্ষার সিট পড়েছিল ।
7:21 PM, 19 Feb

মহাকাশে নজরদারি, নিরাপত্তায় এবার নিজস্ব উপগ্রহ ভারতীয় সেনার। দেশের নিরাপত্তায় এই নেটওয়ার্ক পদ্ধতি শুধুমাত্র সেনাবাহিনীর জন্যই কাজ করবে৷
7:19 PM, 19 Feb

মাথা ঘামাবার কিছু নেই, সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়া নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর।
7:19 PM, 19 Feb

আজ মাধ্যমিকের দ্বিতীয় দিন। প্রথম ভাষার মতো দ্বিতীয় ভাষার পরীক্ষার দিনেও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ইংরেজি প্রশ্নপত্রের বেশ কয়েকটি ছবি। তবে পরীক্ষা শেষের পর জানা যায় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই প্রশ্নপত্র ভুয়ো ছিল।
11:26 AM, 19 Feb

ইউহানে আটকে শতাধিক ভারতীয়, সবথেকে বড় বিমান পাঠাচ্ছে বায়ুসেনা।
11:26 AM, 19 Feb

পৌর নির্বাচনের আগে গৌড়বঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে , লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আসন্ন পৌর নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতেই তাঁর এই সফর।
11:25 AM, 19 Feb

ছোটো করে কাটা চুল। এক মুখ হাসি। এভাবেই মুক্তি পেল '৮৩' ছবিতে দীপিকার ফার্স্টলুক। মুভিতে রোমি দেবের চরিত্রে অভিনয় করছেন তিনি।
11:24 AM, 19 Feb

নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম তিন হিজবুল জঙ্গি। সেনা জানাচ্ছে পুলওয়ামায় বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা।
11:23 AM, 19 Feb

শেষযাত্রায় তাপস পাল। সকালে প্রথম গল্ফগ্রিনের বাড়িতে শায়িত রাখা হয় তাঁর মরদেহ। সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হয়।
10:06 AM, 19 Feb

চকোলেটের প্রলোভন দেখিয়ে এক আট বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হল যুবককে। পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ ব্লকের জুনপুট কোস্টাল থানার ঘটনা।
10:05 AM, 19 Feb

হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম ঋষভ সিং এর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। অন্যদিকে অপর জখম শিশু দীপাংশু ভগতের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনও পর্যন্ত দু'জনকেই ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে।
10:02 AM, 19 Feb

পুলওয়ামার ত্রালে সেনা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি।
10:01 AM, 19 Feb

ময়নাগুড়িতে বিজেপি-র বুথ সভাপতির উপর হামলা, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস।
10:00 AM, 19 Feb

কোরোনা সংক্রমণে দেশের বাণিজ্যে প্রভাব পড়েছে। সেই বিষয়ে আজ সচিব পর্যায়ের বৈঠকে বসবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
9:58 AM, 19 Feb

প্রথমদিন থেকেই মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা রাখার পর্ষদের প্রয়াস ব্যর্থ। প্রশ্নপত্র ফাঁসের পর এবার নকল সরবরাহ। ইতিমধ্যে মালদায় নকল সরবরাহের জন্য তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
9:57 AM, 19 Feb

আজ সকাল ১১টা নাগাদ তাপস পালের দেহ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে। এরপর কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

English summary
Latest live breaking news updates of 19th February 2020 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X