For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাজতবাসের নির্দেশ আদালতের , বিধানসভার সদস্যপদ বাতিল প্রভাবশালী 'বিজেপি' বিধায়কের

হাজতবাসের নির্দেশ আদালতের , বিধানসভার সদস্যপদ বাতিল প্রভাবশালী 'বিজেপি' বিধায়কের

  • |
Google Oneindia Bengali News

তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরেই বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল কুলদীপ সিং সেনগারকে। এবার উত্তরপ্রদেশ বিধানসভা নোটিশ দিয়ে জানিয়েদিল তাঁর বিধানসভার সদস্যপদও বাতিল করা হচ্ছে। সেনগার উত্তর প্রদেশের উন্নাও-এর বঙ্গারমউ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। দিল্লি আদালতের রায়ে কুলদীপ সিং সেনগারকে এখন জেলেই কাটাতে হচ্ছে।

দিল্লি আদালতের নির্দেশে জেলে কুলদীপ

দিল্লি আদালতের নির্দেশে জেলে কুলদীপ

২০১৯-এর ২০ ডিসেম্বর কুলদীপ সিং সেনগারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির আদালত। বলে রাখা ভাল অভিযোগকারী ২০১৭-র এপ্রিলে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে আত্মহত্যার চেষ্টা করার পর থেকে এই মামলা নিয়ে শোরগোল শুরু হয়।

বিধানসভার সদস্যপদ বাতিল

বিধানসভার সদস্যপদ বাতিল

উত্তর প্রদেশ বিধানসভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেদিন থেকে আদালতের নির্দেশ কার্যকর হয়েছে, সেদিন থেকেই তার বিধানসভার সদস্যপদ অযোগ্য বলে ঘোষিত হচ্ছে। ফলে উন্নাও-এর বঙ্গারমউ আসনটি শূন্য হল।

 ২০১৯-এর অগাস্টে দল থেকে বহিষ্কার

২০১৯-এর অগাস্টে দল থেকে বহিষ্কার

২০১৯-এর অগাস্টে কুলদীপ সিং সেনগারকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। সে বিজেপির চারবারের বিধায়ক ছিল।

মামলায় সিবিআই তদন্ত

মামলায় সিবিআই তদন্ত

অভিযোগকারীর বাবাকে পুলিশ গ্রেফতার করেছিল। পুলিশর লকআপেই সেনগারের ভাই অতুল সেনগার তাঁকে মারধর করেছিল বলে অভিযোগ। পুলিশ হেফাজতেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে এই মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়।

English summary
Kuldeep Singh Sengar has been disqualified from the membership of UP Assembly, following his conviction in a rape case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X