For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলভূষণের মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানকে ঝাঁঝালো তোপ ভারতের! 'জোর করে' মৃত্যুদণ্ডে রাজির অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান দাবি করেছিল যে সেদেশে বন্দি ভারতের প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদব কেবলমাত্র ক্ষমা ভিক্ষার আর্জি নিয়েই আদালতে লড়তে চান। কিন্তু মৃত্যুদন্ড নিয়ে তিনি আর পর্যালোচনার আবেদন করতে চান না। যে বক্তব্য নিয়ে ভারত একচুলও জমি না ছেড়ে চরম তোপ দিয়েছে পাকিস্তানকে। সাফ ভাষায় ভারত জানিয়েছে, পাকিস্তান জোর করে কুলভূষণকে মৃত্যুদণ্ড নিয়ে পর্যালোচনার আর্জি চেয়ে মামলা করতে দিচ্ছে না।

 পাকিস্তানের ইউটার্ন

পাকিস্তানের ইউটার্ন

ভারত জানিয়েছে, বারবার পাকিস্তান আন্তর্জাতিক আদালতের নির্দেশ লঙ্ঘন করছে। আর যা নির্দেশে বলা হয়েছে তা থেকে ইউ টার্ন নিয়ে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এমন পদক্ষেপ নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি।

কুলভূষণের কাছে যেতে দেওয়া হচ্ছে না

কুলভূষণের কাছে যেতে দেওয়া হচ্ছে না

ভারত জানিয়েছে বারবার আর্জি জানানো সত্ত্বেও কুলভূষণের কাছে ভারতের কোনও প্রতিনিধিকে যেতে দেওয়া হচ্ছে না। পাকিস্তানের বাইরে কোনও আইনজীবীকে যাতে কুলভূষণের মামলায় আদালতে লড়তে দেওয়া হয়, তার আর্জিও জানানো হয়েছে ইসলামাবাদের কাছে। তাও মানেনি ইসলামাবাদ।

 আইসিজেকে মানছে না পাকিস্তান

আইসিজেকে মানছে না পাকিস্তান

ভারত আরও দাবি করেছে । ভারত জানিয়েছে, ২০১৭ সালে যখন মিলিটারি কোর্টে মামলা চলেছে কুলভূষণকে নিয়ে , তখনকার কোনও নথি বা এফআইআর ভারতের হাতে তুলে দেয়নি পাকিস্তান। বারবার তা চাওয়া সত্ত্বেও করা হয়নি।

'কুলভূষণকে দেশের মাটিতে ফেরাতে..'

'কুলভূষণকে দেশের মাটিতে ফেরাতে..'

কুলভূষণকে দেশের মাটিতে ফেরাতে যা যা করা দরকার তাইই করবে দেশ। এবিষয়ে দিল্লির তরফ থেকে সাফ বার্তা ইসলামাবাদে গিয়েছে. কুলভূষণের নিরাপত্তা রক্ষা করতে সর্বোতভাবে ভারত লড়াই করবে বলেও এদিন বার্তা দেওয়া হয়।

English summary
Kulbhushan Jadav death appeal row, India responds to Pakistan's claim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X