বিবিসি-র বিশেষ অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরালেন প্রসার ভারতীর সিইও, আসল কারণ জানুন
দিল্লির হিংসার খবর পরিবেশনে নিয়ে একাধিক অভিযোগ তুলে বিবিসির আমন্ত্রণ ফেরালেন প্রসার ভারতীর সিইও। খবর পরিবেশনে পক্ষপাতিত্বের অভিযোগেই কার্যত বিবিসির অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত প্রসার ভারতীর।

বিবিসিকে চিঠি প্রসার ভারতী সিইও-র
ইতিমদধ্যে ভারতীয় সরকারি প্রচার মাধ্যমের তরফে 'প্রসার ভারতী’র সিইও সাংবাদিক শশী শেখর ভেমপাতি বিবিসিকে একটি চিঠি দিয়ে তার ক্ষোভের কথা জানিয়েছেন বলেও জানা যাচ্ছে। ওই চিঠিতে গত ৩ মার্চ পরিবেশন করা একটি সংবাদে দিল্লি পুলিশের এমন কিছু ফুটেজ দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভাবে পক্ষপাতমূলক ছিল বলে অভিযোগ করেন তিনি।
৩রা মার্চের খবর পরিবেশন নিয়ে ক্ষোভ প্রকাশ
পক্ষান্তরে পুলিশ হত্যা কিংবা তাদের ওপর হামলার বিষয়টিও ওই প্রতিবেদনে উঠে আসেনি বলে ক্ষোভ উগড়ে দেন তিনি। এই কারণে ওই দিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। সূত্রের খবর, মূলত দিল্লি হিংসা সংক্রান্ত খবর প্রদর্শনের সময় পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে এই ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে।
প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে 'বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসউইম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’

সূত্রের খবর, বিবিসি প্রথমবারের মতো আয়োজন করছে 'বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসউইম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ নামে একটি আয়োজন করতে যাচ্ছে। এতে সাংবাদিক শশীকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রমই ফেরান প্রসার ভারতীর প্রধান।