For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রযুক্তি পরিষেবা ক্ষেত্রে ২০২০ সালের সর্বাধিক সম্ভাবনাময় কাজ গুলি সম্পর্কে জেনে নিন

প্রযুক্তি পরিষেবা ক্ষেত্রে ২০২০ সালের সর্বাধিক সম্ভাবনাময় কাজ গুলি সম্পর্কে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি ভারতে সর্বাধিক চাহিদা সম্পন্ন কাজ গুলির একটি তালিকা প্রকাশ করেছে পেশাদারদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিংকডইন। তাদের মতে গত পাঁচ বছরে সর্বাধিক তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কয়েকটি চাকরির দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে এবং চলতি বছরেও সেই প্রবণতা জারি থাকবে। এক নজরে চলতি কয়েকটি বছরের সর্বাধিক চাহিদা সম্পর্কে জেনে নেওয়া যাক।

রোবোটিক্স ইঞ্জিনিয়ার (সফটওয়্যার)

রোবোটিক্স ইঞ্জিনিয়ার (সফটওয়্যার)

রোবটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পরিবর্তিত হতে পারে। লিংকডিনের তথ্যে দেখা যাচ্ছে যে ভার্চুয়াল এবং শারীরিক উভয় ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ভূমিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার মধ্যে রয়েছে রবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ), ইউআইপ্যাথ, ব্লু প্রিজম, রোবোটিক্স এবং এসকিউএল। যেসব শহরগুলিতে এই চাকরি গুলির চাহিদা সর্বাধিক রয়েছে তার মধ্যে বেঙ্গালুরু, গুরুগাঁও এবং চেন্নাই অন্যতম।

ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার

ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার

টেক দুনিয়া এই এই ক্ষেত্রের লোকজনকে সুইস সেনার ছুরি হিসাবে ডাকা হয়। বর্তমানে সমস্ত ক্ষেত্রেই ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে। এই কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতার মধ্যে রয়েছে জাভাস্ক্রিপ্ট, মঙ্গোডিবি ইত্যাদি। বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং মুম্বইয়েই এই কাজের সর্বাধিক চাহিদা রয়েছে বলেও লিংকডিনের তথ্যে দাবি করা হয়েছে।

গ্রাহক পরিষেবা বিশেষজ্ঞ

গ্রাহক পরিষেবা বিশেষজ্ঞ

প্রযুক্তি পরিষেবার ক্ষেত্রে গ্রাহক পরিষেবা বিশেষজ্ঞদের চাহিদা নিত্য বৃদ্ধি পাচ্ছে। এর জন্য প্রয়োজনীয় দক্ষতার মধ্যে রয়েছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম), টিম ম্যানেজমেন্ট, গ্রাহক ধরে রাখা, সফটওয়্যার অ্যান্ড সার্ভিস (সাএস) এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। বেঙ্গালুরু, মুম্বই এবং নয়াদিল্লির মতো শহর গুলিতে চাকরিগুলি ব্যাপক চাহিদাও রয়েছে।

সাইট রিলাইয়েবেলিটি ইঞ্জিনিয়ার

সাইট রিলাইয়েবেলিটি ইঞ্জিনিয়ার

এই ক্ষেত্রে কাজের জন্য সর্বদাই উচ্চমানের কর্মদক্ষতার প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার মধ্যে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাব্লুএস), আনিসিবল, ডকার প্রোডাক্টস, কুবারনেটস এবং জেনকিনস। যেসব শহরগুলিতে এই চাকরিগুলি পাওয়া যায় সেগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু, পুনে এবং হায়দরাবাদ।

ব্যাক-এন্ড ডেভলপার

ব্যাক-এন্ড ডেভলপার

কোনও ওয়েব অ্যাপ্লিকেশনের নির্মান ও বাস্তবায়নের দায়িত্বে থাকে মূলত ব্যাক-এন্ড ডেভলপারেরা। এর জন্য একজন পেশাদারকে মূলত নোড.জেএস, মঙ্গোডিবি, জাভাস্ক্রিপ্ট, জ্যাঙ্গো এবং মাইএসকিউএল অবশ্যই জানতে হয়। বেঙ্গালুরু, গুরুগাঁও এবং মুম্বইয়ে এই চাকরির সর্বাধিক চাহিদা রয়েছে।

রোবোটিক প্রক্রিয়া অটোমেশন পরামর্শদাতা

রোবোটিক প্রক্রিয়া অটোমেশন পরামর্শদাতা

কর্মস্থলে মানুষের কাজের চাপ কমাতেই মূলত এই পদ্ধতির ব্যবহার করা হয়। স্বয়ংক্রিয় উপায়ে কাজ করার ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ ভূমিকা রাখে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার মধ্যে রয়েছে ইউআইপথ, অটোমেশন, নীল প্রিজম, অটোমেশন এবং এসকিউএল জানা। বেঙ্গালুরু এবং মুম্বই এই চাকরির যথেষ্ট চাহিদা রয়েছে।

জাভাস্ক্রিপ্ট ডেভেলপার

জাভাস্ক্রিপ্ট ডেভেলপার

সফ্টওয়্যার ডেভেলপিংয়ের সময় ফ্রন্ট ডিজাইনিং, লেআউট ডিজাইনিং সহ অনুষাঙ্গিক একাধিক কাজে সফটওয়ার ডেভেলপার দের বিশেষ ভূমিকা রয়েছে। ভিজ্যুয়াল খাতে কারিকুরির ক্ষেত্রে এদের বিশেষ দক্ষারও প্রয়োজন হয়। একটি ওয়েবসাইটের প্রোগ্রামিং, উন্নয়ন এবং বাস্তবায়ন কী করে তার বেশিরভাগটাই এই পেশাদাররা দেখে। এই কাজের মূল উপাদান। এই ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার মধ্যে নোড.জেএস, মঙ্গোডিবি, জাভাস্ক্রিপ্ট, জ্যাঙ্গো এবং মাইএসকিউএল অবশ্যই জানতে হয়। বেঙ্গালুরু, মুম্বই এবং হায়দরাবাদে এই চাকিরর বিশেষ চাহিদা রয়েছে।

'কেন্দ্রের এনপিআর, সিএএ, এনআরসি সমস্তটাই সংযুক্ত,' মুখ খুলেই বিস্ফোরক বাম শাসিত কেরলের পিনারাই বিজয়ন'কেন্দ্রের এনপিআর, সিএএ, এনআরসি সমস্তটাই সংযুক্ত,' মুখ খুলেই বিস্ফোরক বাম শাসিত কেরলের পিনারাই বিজয়ন

English summary
know what are the most demanding jobs of 2020 in the field of Information Technology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X