দেশের এই রাজ্যে একেবারে স্কুল-কলেজের সামনেই খোলা যাবে মদের দোকান, আইন করছে সরকারই
রাজ্যে মদের দোকান খোলা ও মদের ব্যবসা জিইয়ে রাখতে চেষ্টার কোনও কসুর করছে না কেরলের বাম সরকার। কিছুদিন আগে খবর ছিল, রাজ্য সড়কের ধারে মদের দোকান খোলা রাখতে রাজ্য সড়কের তকমা সরিয়ে দেওয়া হয়েছে। ফলে কয়েক হাজার কিলোমিটার রাজ্য সড়ক কেরলে অদৃশ্য হয়ে গিয়েছে।

এবারও সেই মদের বার হোটেল খোলা নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিল কেরল সরকার। ঠিক হয়েছে, ২০০ মিটারের দূরত্ব কমিয়ে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মস্থলের ৫০ মিটারের মধ্যে মদের বার হোটেল খোলা যাবে।
গত মঙ্গলবার কেরলের শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে যে, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, গির্জার ৫০ মিটারের মধ্যে মদের বার হোটেল খোলা যাবে। তবে তিন তারা হোটেল, বিয়ার বা ওয়াইন পার্লার খোলা যাবে না। তার জন্য নির্দিষ্ট যে দূরত্ব ঠিক করা হয়েছে তা মেনে চলতে হবে।
পিনারাই বিজয়নের এই সিদ্ধান্তের ফলে বহু হোটেল এবার বার লাইসেন্স সহজেই পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন ২০০ মিটারের মধ্যে থাকায় বহু হোটেল সেই অনুমতি পায়নি। তবে এবার এরা সকলেই মদ বেচার অনুমতি পেয়ে যাবেন।
প্রসঙ্গত, এই অগাস্ট মাসেই কেরলের ৪৩৪২ কিলোমিটার রাজ্য সড়কের তকমা বদলে তাতে মদের দোকান খোলা রাখার সুবিধা পাইয়ে দেয় সরকার। যা নিয়ে বহু সমালোচনা হয়েছে। তবে কেরল সরকার যে কোনও শিক্ষা নেয়নি তা নতুন ঘোষণায় ফের একবার স্পষ্ট হল।