For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় পাশ হওয়া সিএএ বিরোধী রেজোলিউশন অসাংবিধানিক, মন্তব্য কেরলের রাজ্যপালের

Google Oneindia Bengali News

কেরল বিধানসভায় পাশ হওয়া নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী রেজোলিউশন আইন ও সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন সেরাজ্যের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এই বিষয়ে রাজ্যপাল বলেন, 'বিধানসভায় পাস হওয়া এই রেজোলিউশনের কোনও বৈধতা নেই। কারণ নাগরিকত্ব প্রসঙ্গটি সম্পূর্ণ ভাবে কেন্দ্রের অধীনস্থ। এই রেজলিউশন পাশ করিয়ে কিছুই হবে না।'

সিএএ নিয়ে রাজ্যগুলিকে হুঁশিয়ারি রবিশঙ্কর প্রসাদের

সিএএ নিয়ে রাজ্যগুলিকে হুঁশিয়ারি রবিশঙ্কর প্রসাদের

এর আগে কেরল সরকারের এই পদক্ষেপ অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও। বুধবার কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, 'রাজ্য সরকারগুলির সাংবিধানিক দায়িত্ব হল সংসদে পাশ হওয়া আইনের প্রয়োগ করা। দেশের যেসব রাজ্য সরকার বলছেন, নাগরিকত্ব আইনের প্রয়োগ করবেন না, তাদের উচিত চূড়ান্ত সিদ্ধান্ত আইনি পরামর্শ নেওয়া। কেননা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।'

কেরল বিধানসভায় সিএএ বিরোধী রেজলিউশন পাশ

কেরল বিধানসভায় সিএএ বিরোধী রেজলিউশন পাশ

মঙ্গলবার কেরল বিধানসভায় সিএএ নিয়ে প্রস্তাব পাশ হয়েছে। সেখানে সিএএ বাতিলের দাবি করা হয়েছে। নিজেদের মধ্যে মতবিরোধ ভুলে প্রস্তাব পাশ করিয়েছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ এবং বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। বিধানসভায় একমাত্র বিজেপি সদস্য প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন। কেন্দ্র ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, সিএএ নিয়ে প্রতিবাদী রাজ্যগুলিকে বাদ দিয়েই পদ্ধতিতে তারা এগিয়ে নিয়ে যাবে।

তামিলনাড়ুতেও পেশ করা হবে সিএএ বিরোধী রেজলিউশন

তামিলনাড়ুতেও পেশ করা হবে সিএএ বিরোধী রেজলিউশন

এদিকে কেরলের পর তামিলনাড়ুতেও একইভাবে নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী রেজলিউশন পেশ করতে চলেছে সেরাজ্যের বিরোধী দল ডিএমকে। যদিও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় হয়ত কেরলের মতো তামিল রাজ্যে এই রেজলিউশন পাশ হবে না। কারণ ক্ষমতায় থাকা এইআইএডিএমকে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ইতিমধ্যেই। এবং এরকম কোনও রেজলিউশন পেশ করা বলে রাজ্য সরকারের আসনে বসা দল তার বিপক্ষেই ভোট দেবে।

English summary
Kerala Governor Arif Mohammad Khan said state assembly's resolution against CAA against constitution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X