For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিমাসে ১৫ জিবি ডেটা বিনামূল্যে, ফ্রি ওয়াই-ফাই ! দিল্লির জন্য 'কল্পতরু' কেজরিওয়াল

দিল্লির জন্য ফের কল্পতরু অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনকে পাখির চোখ করে বারবার জনমোহনী চমক দিয়েছেন আপ-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির জন্য ফের কল্পতরু অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনকে পাখির চোখ করে বারবার জনমোহনী চমক দিয়েছেন আপ-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এর আগে , দিল্লিতে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্য হিসাবে ঘোষণা করে কেজরিওয়াল সরকার । এবার ওয়াইফাইয়ের ক্ষেত্রেও ছাড়ের ঘোষণা করলেন কেজরিওয়াল।

প্রতিমাসে ১৫ জিবি ডেটা বিনামূল্যে, ফ্রি ওয়াই-ফাই ! দিল্লির জন্য কল্পতরু কেজরিওয়াল

খুব শিগগিরিই দিল্লিতে বিনামূল্যের ওয়াইফাই পাওয়া যাবে বলে আজ জানিয়ে দিয়েছেন সেখানের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে এদিন একটি কনফারেন্স করে অরবিন্দ কেজরিওয়া ল জানিয়ে দেন, প্রতি মাসে দিল্লিতে প্রত্যেকে ১৫ জিবি ডেটা বিনামূল্যে পাবেন, সঙ্গে থাকবে ইন্টারনেটে ২০০ জিবির গতি। এজন্য গোটা দিল্লিতে ১১ হাজার হটস্পট বসানোর কাজ শুরু হয়েছে।

কেজরিওয়াল এদিন জানিয়ে দেন, দিল্লি জুড়ে বিনামূল্যের ওয়াইফাই পরিষেবার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে এই কাজ শেষ হতে যাবে। আপ সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, ১১ হাজার হটস্পটের মধ্যে ৪০০০ হটস্পট এবার থেকে থাকবে দিল্লির বাসস্ট্যান্ডগুলিতে। বাকি ৭০০০০ হটস্পট বিধানসভা ক্ষেত্রে অনুযায়ী বসানো হবে।

[বন্যা থেকে শুরু করে কাশ্মীরের পরিস্থিতি, একনজরে দিনের সেরা ছবি]

English summary
Kejriwal announces free wifi and 15 GB data per month in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X