For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌরী লঙ্কেশ খুনে ৩ অভিযুক্তের সম্পর্কে এনআইএ ও সিবিআই-এর কাছে তথ্য চাইল সিট

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে গঠিত এসআইটি তদন্তের জন্য এনআইএ এবং সিবিআই-এর সাহায্য চাইল। ডানপন্থী হিসেবে পরিচিত প্রবীন লিঙ্কর, সারাং আকোলকর এবং জয় প্রকাশের সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছে সিট।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে গঠিত এসআইটি তদন্তের জন্য এনআইএ এবং সিবিআই-এর সাহায্য চাইল। ডানপন্থী হিসেবে পরিচিত সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছে সিট।

 গৌরী লঙ্কেশ খুনে ৩ অভিযুক্তের সম্পর্কে এনআইএ ও সিবিআই-এর কাছে তথ্য চাইল সিট

ডানপন্থী হিসেবে পরিচিত সারাং আকোলকর ওরফে সারাং কুলকার্নি, জয় প্রকাশ ওরফে আন্না এবং প্রবীন লিঙ্কর ২০০৯-এর গোয়া বিস্ফোরণে অভিযুক্ত। সেই সময়ের পর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই গোবিন্দ পানসারে, নরেন্দ্র দাভোলকর এবং এমএম কালবুর্গির হত্যাকাণ্ডের পিছনেও এই তিন অভিযুক্তের জড়িত থাকার বিষয়ে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ফেরার ওই তিন ব্যক্তিও গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় জড়িত রয়েছে বলে সন্দেহ ।

কর্নাটকের সিটের এক আধিকারিক জানিয়েছেন, এনআইএ এবং সিবিআই-এর কাছ থেকে এই তিন অভিযুক্ত সম্পর্কে তথ্য জানতে একটি দলকে পাঠানো হয়েছে।

 গৌরী লঙ্কেশ খুনে ৩ অভিযুক্তের সম্পর্কে এনআইএ ও সিবিআই-এর কাছে তথ্য চাইল সিট

৫ সেপ্টেম্বর রাজেশ্বরী নগরে নিজের বাড়ির দরজার সামনেই খুন হন গৌরি লঙ্কেশ। খুনে পরেই সিট গটন করে কর্নাটক সরকার। সিট তদন্তের ভার হাতে নেওয়ার পর থেকেই এই তিন অভিযুক্তের নাম উঠে আসছে।

পুনের সানিভারপেটের আদি বাসিন্দা অভিযুক্ত আকোলকর। অন্যদিকে, লিঙ্কার মহারাষ্ট্রের কোলাপুরের উচগাঁও-এর বাসিন্দা। অপর অভিযুক্ত জয়প্রকাশ দক্ষিণ কানাডা জেলার পুত্তুর টাউনের বাসিন্দা। ২০০৯-এ গোয়া বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগ ওঠার পরে ইন্টারপোল এই তিনজনের বিরুদ্ধে রেডকর্নার নোটিশ জারি করে। তবে সেই সময়ের পর থেকে এই তিনজনই নিখোঁজ।

ব্যালেস্টিক রিপোর্টে পানসারে, দাভোলকর, কালবুর্গি এবং লঙ্কেশের খুনে একই ধরনের গুলি ব্যবহারের প্রমাণ পাওয়ার পর থেকেই এই তিন জনের অভিযোগ আরও জোরদার হয়েছে। লঙ্কেশ খুনের ঘটনায় ডানপন্থীদের জড়িত থাকার অভিযোগটির ওপর জোর দিচ্ছে এসআইটি।

English summary
Karnataka SIT sent a team to the NIA and CBI to get details of 3 suspects. After the ballistic reports revealed the striking similarities between the weapons used in the murder of Pansare, Dabholkar, Kalburgi and Lankesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X