For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বিয়েতে অতিথি সংখ্যা ৫০, মদ পরিবেশনে নিষেধাজ্ঞা, নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার

‌বিয়েতে অতিথি সংখ্যা ৫০, মদ পরিবেশনে নিষেধাজ্ঞা, নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার

Google Oneindia Bengali News

তৃতীয় পর্বের লকডাউন শেষে কর্নাটক সরকার ছাড় দিল বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানগুলিতে। তবে সরকারের নির্দেশিকা মেনে তবেই এই অনুষ্ঠানগুলি করা যাবে। প্রসঙ্গত ১৭ মে দেশজুড়ে তৃতীয় লকডাউন শেষ হতে চলেছে।

বিয়েতে ৫০ জন অতিথি

বিয়েতে ৫০ জন অতিথি

কর্নাটক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিয়ের অনুষ্ঠান সহ অন্য অনুষ্ঠানগুলিতে অতিথি তালিকায় কড়াকড়ি করেছে। নির্দেশিকা অনুযায়ী বিয়ে বা ব্যক্তিগত কোনও অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি আমন্ত্রণের অনুমতি নেই। অতিথিদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক।

মদ পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা জারি

মদ পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা জারি

নির্দেশিকায় এও বলা হয়েছে, ১৭ মে-এর পর কর্নাটকে অনুষ্ঠিত বিয়ে বা অন্য যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে মদ পরিবেশন করা চলবে না। এছাড়াও অনুষ্ঠানের সঞ্চলককে এটা নিশ্চিত করতে হবে যে অনুষ্ঠানে আগত সব অতিথিদের বিস্তারিত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে ও থার্মাল স্ক্যানিং করাতে হবে। স্যানিটাইজার ও মুখের মাস্ক আবশ্যক বলে জানা গিয়েছে।

কনটেনমেন্ট জোনে কোনও অনুষ্ঠান নয়

কনটেনমেন্ট জোনে কোনও অনুষ্ঠান নয়

তবে রাজ্যের যে স্থানগুলিতে কনটেনমেন্ট জোন রয়েছে সেখানে কোনও বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনও অনুষ্ঠানের আয়োজন করা হবে না। এই নির্দেশিকায় এও বলা হয়েছে যে এইসব সামাজিক অনুষ্ঠানে ৬৫ বছর বা তার ঊর্ধ্বে কোনও ব্যক্তি, গর্ভবতী মহিলা ও ১০ বছরের নীচে শিশুদের অনুমতি নেই যাওয়ার।

শ্রাদ্ধানুষ্ঠানে ২০ জনের বেশি নয়

শ্রাদ্ধানুষ্ঠানে ২০ জনের বেশি নয়

লকডাউনের তৃতীয় পর্বে ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকেও বিয়ে, শ্রাদ্ধের অনুষ্ঠানের নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানেই জানানো হয়, বিয়ের অনুষ্ঠানে ৫০ জন ও শ্রাদ্ধের অনুষ্ঠানে ২০ জনের বেশি আমন্ত্রিতদের ডাকা যাবে না। তবে কর্নাটকে সেই নিয়ম লাগু হবে ১৮ মে থেকে।

করোনা লকডাউন ৪.০ নিয়ে ঘোষণা কবে, নতুন গাইডলাইন জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রককরোনা লকডাউন ৪.০ নিয়ে ঘোষণা কবে, নতুন গাইডলাইন জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রক

English summary
According to the guidelines, it is not allowed to invite more than 50 guests to a wedding or any private event. Guests are required to download the Arogya Setu app on their mobiles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X