For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে মসনদের লাড়াই: কাল আস্থা ভোটের 'সুপ্রিম' পরীক্ষা ইয়েদুরাপ্পার

নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে প্রতি মুহুর্তে নাটকীয় মোড় নিচ্ছে কর্ণাটকের রাজনীতি।

Google Oneindia Bengali News

নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে প্রতি মুহুর্তে নাটকীয় মোড় নিচ্ছে কর্ণাটকের রাজনীতি। একদিকে যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে নিয়েছেন বিজেপি-র বি এস ইয়েদুরাপ্পা, অন্যদিকে তখন সেই সরকার গঠনের প্রক্রিয়াকে তথা রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস। এরকম এক পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্টের শুনানির দিকে জাতীয় রাজনীতির নজর ছিল। আর সুপ্রিমকোর্টের তরফে আগামীকাল কর্ণাটকে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বিকেল ৪ টের সময়ে 'ফ্লোর টেস্ট'-র নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।

কর্ণাটকের লাইভ আপডেট: সরকার গঠন নিয়ে আজ সুপ্রিম কোর্টের শুনানি, তুঙ্গে কং-বিজেপি লড়াই

Newest First Oldest First
3:14 PM, 18 May

কংগ্রেসকে পাল্টা তোপ বিজেপি-র।
2:54 PM, 18 May

পরিস্থিতি নিয়ে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন
2:04 PM, 18 May

গোয়ার সরকার গঠনের তোড়জোড় কংগ্রেসের। রাজ্যপালের সঙ্গো সাক্ষাৎ কংগ্রেসের প্রতিনিধি দলের।
2:03 PM, 18 May

জঙ্গল সত্যাগ্রহে ছত্তিশগড়ের বিলাসপুরে রাহুল গান্ধী। দিলেন বিজেপি শাসিত ছত্তিশগড়কে বদলে দেওয়ার হুঙ্কার।
1:02 PM, 18 May

'সংখ্য়া গরিষ্ঠতা প্রমাণ করব আমরা', দাবি ইয়েদুরাপ্পার।
12:24 PM, 18 May

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি, জানালেন ইয়েদুরপ্পা।
12:06 PM, 18 May

সুপ্রিমকোর্টের নির্দেশ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে যা জানালেন অভিষেক মনু সিংভি।
11:52 AM, 18 May

সুপ্রিমকোর্টের নির্দেশে খুশি কংগ্রেস।
11:52 AM, 18 May

ফ্লোর টেস্ট নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, জানানো হল পদ্মশিবির থেকে।
11:40 AM, 18 May

আগামীকাল বিকেল ৪ টের সময় কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।
11:36 AM, 18 May

সরকার গঠন নিয়ে আগামীকাল 'ফ্লোর টেস্ট' নির্দেশ সুপ্রিম কোর্টের।
11:32 AM, 18 May

এক অ্যাংলো ইন্ডিয়ান বিধায়ককে বিধানসভায় মনোনিত করা নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়েছিল কংগ্রেস। তার এপর স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিমকোর্ট।
11:30 AM, 18 May

সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ নিয়ে আদালতে যা জানাল কংগ্রেস।
11:17 AM, 18 May

কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রস্তাবে রাজি কংগ্রেস-জেডিএস।
11:16 AM, 18 May

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রস্তাব নিয়ে যা বলল সুপ্রিমকোর্ট।
11:05 AM, 18 May

আগামীকাল 'ফ্লোর টেস্ট' প্রসঙ্গ তুলল সুপ্রিমকোর্ট।
10:51 AM, 18 May

বিজেপি-র পক্ষে সওয়াল করছেন মুকুল রহতোগি।
10:50 AM, 18 May

বি এস ইয়েদরাপ্পার চিঠি দেখতে চাইল সুপ্রিমকোর্ট। বিজেপির পক্ষ থেকে তা তুলে দিলেন মুকুল রহতোগি।
10:48 AM, 18 May

বিধায়কদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের গুলাম নবি আজাদের।
10:47 AM, 18 May

কংগ্রেসের হয়ে সওয়াল করতে সুপ্রিমকোর্ট পৌঁছলেন কপিল সিব্বাল
10:25 AM, 18 May

বিধায়ক কেনা বেচা নিয়ে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিল বিজেপি।
10:21 AM, 18 May

কংগ্রেস ,জেডিএস বিধায়করা হায়দরাবাদের পার্ক হোটেলে রয়েছেন।
9:27 AM, 18 May

ইয়েদুরাপ্পা যখন ৭ দিনের সময় চেয়েছিল, তখন তাঁকে ১৫ দিনের সময় নিতে বলেছিলেন রাজ্যপাল। এনিয়ে আজ সুপ্রিমকোর্টে তর্কে নামতে চলেছে কংগ্রেস। সূত্রের দাবি এমনটাই।
9:25 AM, 18 May

সুপ্রিম কোর্টের শুানির আগের রাতে তিরুপতিতে পুজো দিলেন এইচ ডি দেবেগৌড়া
9:19 AM, 18 May

সুপ্রিম কোর্টের রায়ের দিকে নজর জাতীয় রাজনীতির।
9:18 AM, 18 May

কংগ্রেস নেতাদের নিরপাত্তায় মোতায়েন ব্যক্তিগত বন্দুকধারী গার্ড।
9:06 AM, 18 May

কংগ্রেস ও জেডিএস বিধায়করা একসঙ্গে রাজ্য ছেড়ে হায়দরাবাদের একটি হোটেলে একসঙ্গে থাকছেন।
9:05 AM, 18 May

কর্ণাটকে ঘোড়া কেনাবেচা নিয়ে একটি পোস্ট করেন কংগ্রেস কংগ্রসের সোশ্যাল মিডিয়া হেড দিব্যা স্পন্দনা।
9:04 AM, 18 May

ঘোড়া কেনা বেচা রুখতে কর্ণাটকের সমস্ত জেডিএস ও কংগ্রেস বিধায়কদের একজোট করে রাখা হয়েছে। একসঙ্গে তাঁরা একটি হোটেলে রয়েছেন। ব্যক্তিগত গাড়িতে নয়, তাঁরা একযোগে একসঙ্গে একটি বাসে যাতায়াত করছেন। এমনই জানিয়েছেন কুমারস্বামী।

English summary
Karnataka Government formation LIVE update ,All eyes on the Supreme Court today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X