For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে ডিকে রবির মৃত্যুরহস্য : চাপের মুখে সিবিআইয়ে রাজি সিদ্দারামাইয়া

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৩ মার্চ : চাপের মুখে পড়ে অবশেষে আইএএস অফিসার ডিকে রবির মৃত্যুরহস্যের কিনারা করতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কর্ণাটকের কংগ্রেস সরকার। এদিন কর্ণাটক বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই খবর জানান।

গত সপ্তাহে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আইএএস অফিসার ডিকে রবির মৃতদেহ। প্রাথমিকভাবে এই ঘটনাকে পুলিস আত্মহত্যা বললেও মানতে চাননি রবির পরিবার। তাঁরা খুনের অভিযোগ আনেন। রবির মা সনিয়া গান্ধীকে একটি খোলা চিঠি লেখেন, যেটি একটি সংবাদপত্রে প্রকাশিত হয়। এরপর সনিয়া নিজে রবির স্ত্রীকে চিঠি লিখে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন।

কর্ণাটকে ডিকে রবির মৃত্যুরহস্য : চাপের মুখে সিবিআইয়ে রাজি সিদ্দারামাইয়া


ডিকে রবির মৃত্যুর পরই রাজ্য জুড়ে সিবিআই তদন্তের দাবি উঠেছিল। আবেদন জানানো হয় প্রধানমন্ত্রীর কাছেও। তবুও আইএএস অফিসারের মৃত্যুতে সিবিআই তদন্তে নারাজ ছিল কর্ণাটক সরকার। তবে এদিন পরিস্থিতির কাছে হার মেনে সিবিআই তদন্তে রাজি হয়েছে সিদ্দারামাইয়া সরকার।

কর্ণাটকের কোলার জেলার আইএএস অফিসার ডিকে রবির (৩৫) মৃতদেহ তাঁর সরকারি বাসভবন থেকে গতসপ্তাহে সন্ধ্যাবেলা উদ্ধার হয়। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ কমিশনার এম এন রেড্ডি জানান "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যাই করেছেন রবি।" এই কথাটাই বিশ্বাস করেননি রবির আত্মীয়-স্বজনরা। সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা।

কোলার জেলার আইএএস অফিসার ডিকে রবি কর্ণাটকের অ্যাডিশনাল কমিশনার অফ কমার্শিয়াল ট্যাক্সেস (এনফোর্সমেন্ট)-এর দায়িত্বে ছিলেন। ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার রবির প্রথম পোস্টিং ছিল কোলারেই। সেখানে কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল কমিশনারের পদে ছিলেন তিনি। পরে ডেপুটি কমিশনারের পদে পদোন্নতি হয় তাঁর।

English summary
Karnataka CM Siddaramaiah orders CBI probe into DK Ravi's death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X