For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে দূর্গ ধরে রাখতে পারবে কি কংগ্রেস, নাকি ফুটবে পদ্ম! কিছু পরিসংখ্যান দেখে নিন

ভোট দামামা বেজে গিয়েছে কর্ণাটকে। আজ সেখানে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব । ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এটাই বিজেপি আর কংগ্রেসের কাছে কার্যত সেমিফাইনাল ম্যাচ!

  • |
Google Oneindia Bengali News

ভোট দামামা বেজে গিয়েছে কর্ণাটকে। আজ সেখানে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব । ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এটাই বিজেপি আর কংগ্রেসের কাছে কার্যত সেমিফাইনাল ম্যাচ! কংগ্রেসের যেমন দূর্গ বাঁচানোর লড়াই তেমনই , দাক্ষিণাত্যে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। সব মিলিয়ে জাতীয় রাজনৈতিক মহলের নজর এখন কর্ণাটকে। এই রাজ্যের রাজনৈতিক পরিসংখ্যান ও ইতিহাস ঘিরে কিছু তথ্য দেখে নেওয়া যাক।

[আরও পড়ুন:Live- কর্ণাটকে ভোটগ্রহণ চলছে, ইতিহাস তৈরির জন্য সাধারণ মানুষ ভোটেই লাইনে, বললেন সিদ্দারামাইয়া][আরও পড়ুন:Live- কর্ণাটকে ভোটগ্রহণ চলছে, ইতিহাস তৈরির জন্য সাধারণ মানুষ ভোটেই লাইনে, বললেন সিদ্দারামাইয়া]

 কর্ণাটক ও রাজনৈতিক পরিস্থিতি

কর্ণাটক ও রাজনৈতিক পরিস্থিতি

এই মুহুর্তে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের সবচেয়ে লড়াই কংগ্রেস ও বিজেপির। কংগ্রেসের পোক্ত ঘাঁটিতে থাবা বসানোর লক্ষ্যে রয়েছে বিজেপি। তবে তবে বিসেষজ্ঞদের ধরাণা এইচ ডি দেহেগৌড়ার জেডিএস এই নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে। অনেকেই দেবে গৌড়াকে 'কিং মেকার' হিসাবে চিহ্নিত করে দিয়েছেন।

রাজনৈতিক পরিসংখ্যান

রাজনৈতিক পরিসংখ্যান

১৯৮৫ সালের পর থেকে কর্ণাটকে কোনও দলই পর পর দু'বার সরকার গঠন করেনি। ফলে সেক্ষেত্রে এবছর কংগ্রেস ইতিহাস গড়তে পারে কি না সেটা একটা বড় প্রশ্ন। এই মবুর্তে দেশে পঞ্জাব ছাডা় সব রাজ্য হাতছাড়া হয়েছএ কংগ্রেসের।

কর্ণাটকের বিজেপির রাজত্ব

কর্ণাটকের বিজেপির রাজত্ব

কর্ণাটকে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত শাসনভারের দায়িত্বে ছিল বিজেপি। তবে সেই সময়ে বিজেপির বিরুদ্ধে বহুবার দুর্নীতির অভিযোগ উঠেছিল। উল্লেখ্য, বর্তমান মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপি-র বিএস ইয়েদুরপ্পা ও দুর্নীতির অভিযোগে কারাবন্দি হন এক সময়ে।

কর্ণাটকে কংগ্রেস

কর্ণাটকে কংগ্রেস

বর্তমান কর্ণাটক কংগ্রেস সরকার নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দাবি, পার্টি এবছরে ইতিহাস গড়বে। এর আগে বিবাদের জেরে বহুবার বিজেপি ও কংগ্রেসে থেকে বেরিয়ে গিয়ে নির্বাচনের আগে নতুন পার্টি গড়েছিলেন তাবড় কন্নড় নেতারা। তবে এবার যতটা জোটবদ্ধ কংগ্রেসত ততটা পোক্ত বিজেপি-র কন্নড় সংগঠন।

ভোট গ্রহণ ও নিরাপত্তা পর্ব

ভোট গ্রহণ ও নিরাপত্তা পর্ব

কর্ণাটকে এবছর একদফা ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রের দাবি, সকাল থেকেই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। এবছর সেরাজ্য়ের প্রতিবন্ধী সরকারী কর্মীরাও ভোটগ্রহণের কাজে অংশ নিয়েছেন।

মোবাইল অ্যাপ দিয়ে জানা যাচ্ছে ভোটের লাইন

মোবাইল অ্যাপ দিয়ে জানা যাচ্ছে ভোটের লাইন

এবছর প্রথমবার ভোটারদের জন্য বিশেষ সুবিধা এনে দিয়েছে সরকার। মোবাইল অ্যাপের মাধ্যমেই ভোটাররা বাড়ি বসে জানতে পারছেন, নিজের কেন্দ্রে ভোটের লাইনে কতটা ভিড় রয়েছে। সেই অনুযায়ী তাঁরা লাইনে যোগ দিচ্ছেন।

ভোটগ্রহণ ঘিরে পরিসংখ্যান

ভোটগ্রহণ ঘিরে পরিসংখ্যান

এবছর ৫৫, ৬০০ পোলিং স্টেশন রয়েছে কর্ণাটকে। ভোট দিচ্ছেন ৪.৯৮ কোটি ভোটার। মহিলা ভোটারের সংখ্যা ২.৪৪ কোটি, পপুরুষ ভোটার ২.৫২ কোটি ।প্রায় ২,৬০০ জন প্রার্থী রয়েছেন ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে। নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ৩.৫ লাখ প্রশাসনিক নিরাপত্তা কর্মী।

English summary
Karnataka Assembly election, here are few Important political points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X