For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবদুল কালামের নজরে সেই তিন ব্যক্তি কারা, যারা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে পারে?

আবদুল কালামের নজরে সেই তিন ব্যক্তা কারা, যারা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে পারে?

Google Oneindia Bengali News

মিসাইল ম্যান নামে পরিচিত আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেও ডঃ এপিজে আবদুল কালাম। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে আবদুল কালাম হয়ে উঠেছিলেন জগণের রাষ্ট্রপতি। ভারতের যুব সমাজে কালামের প্রভাব অনস্বীকার্য।

ইন্ডিয়া ২০২০, ভিশন ফর নিউ মিলেনিয়াম

ইন্ডিয়া ২০২০, ভিশন ফর নিউ মিলেনিয়াম

ভারতের ভিশন ২০২০ আদতে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের জন্য তৈরি করা হয়েছিল। সেই সময় ৫০০ জনের বিজ্ঞানীদের দলের টিএফএ কাউন্সিলের দারা এই ভিশন বাস্তবায়নের রূপরেখা তৈরি করে। সেই কাউন্সিলের প্রধান ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। পরবর্তীতে ওয়াইএস রাজনের সঙ্গে মিলে 'ইন্ডিয়া ২০২০ : এ ভিশন ফর দ্যা নিউ মিলেনিয়াম' বইটি লিখেছিলেন কালাম। তাতে বিস্তারে এই রূপরেখা নিয়ে বিস্তারিত ভাবে লিখেছিলেন তিনি।

দুর্নীতিমুক্ত দেশ হিসাবে ভারতকে দেখতে চেয়েছিলান কালাম

দুর্নীতিমুক্ত দেশ হিসাবে ভারতকে দেখতে চেয়েছিলান কালাম

ভারতকে আবদুল কালাম দেখতে চেয়েছিলেন এমন একটি জাতি হিসাবে যেখানে শাসন ব্যবস্থা প্রতিক্রিয়াশীল, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। তিনি বলতেন, যদি একটি দেশ দুর্নীতিমুক্ত হতে পারে তবে তার থেকে সুন্দর দেশ আর হতে পারে না। তিনি বলেছিলেন, 'আমি বিশ্বাস করি ভারতকে একটি সুন্দর দেশ হিসাবে গড়ে তুলতে পারেন তিন জন। একজন মা, একজন বাবা ও একজন শিক্ষক।'

কালাম বাণী

কালাম বাণী

ভারতের যুবসমাজকে উদ্বুদ্ধ করতে কালাম অনেক কথা বলেছিলেন। তাদের মধ্যেই কয়েকটি :

স্বপ্ন দেখতে হবে, তবেই স্বপ্ন সত্যি হবে।

কোনও বিষয়ে সফল হতে সেই বিষয়েই একাগ্রচিত্তে মনোনিবেশ করতে হবে।

যার দূরদৃষ্টি রয়েছে এবং কিছু করে দেখানোর অদম্য সাহস ও ইচ্ছে রয়েছে সেই একজন প্রকৃত নেতা।

যারা কঠোর পরিশঅরম করে তাদেরকেই ঈশ্বর সাহায়্য করে।

কঠিন সময় না এল মানুষ আনন্দের মুহূর্তগুলি উপভোগ করতে পারবে না।

আমাদের আজ আত্মবিশর্জন করার সময়, যাতে ভবিষ্যতে আমাদের শিশুরা সুখে থাকতে পারে।

 ফিরে দেখা ২০১৯ : দলবদল করেও শিকে ছিঁড়ল না যাঁদের, লোকসভা-যুদ্ধে মানতে হল হার ফিরে দেখা ২০১৯ : দলবদল করেও শিকে ছিঁড়ল না যাঁদের, লোকসভা-যুদ্ধে মানতে হল হার

English summary
kalam vision 2020, who are the three characters who can make india corruption free
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X