For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার করোনা সংক্রমিত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বয়স হওয়ায় চিন্তিত পরিবার

Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাবা তথা জেএমএম প্রধান শিবু সোরেন সংক্রমিত হলেন। করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে তাঁর স্ত্রী রূপি সোরেনেরও। এর আগে শিবু সোরেনের বাসভবনের কর্মী ও নিরাপত্তা রক্ষী মিলিয়ে মোট ১৭ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপরই জেএমএম প্রধানের করোনা পরীক্ষা করানো হয়।

শিবুর করোনা হওয়ায় টেস্ট করালেন হেমন্ত

শিবুর করোনা হওয়ায় টেস্ট করালেন হেমন্ত

প্রসঙ্গত এর আগে আরও দুইবার করোনা পরীক্ষা করিয়েছিলেন হেমন্ত সোরেন। তবে সেবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর গত সোমবার নিজের করোনা পরীক্ষা করিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন। কারণ হেমন্তের মন্ত্রিসভা সদস্য বান্না গুপ্তা করোনা আক্রান্ত হন এবং তিনি কয়েকদিন আগেই হেমন্তের সঙ্গে দেখা করেছিলেন।

করোনার আবহে সংক্রমণের ভয়ে লালু

করোনার আবহে সংক্রমণের ভয়ে লালু

এদিকে গতকালই জানা যায়, রাষ্ট্রীয় জনতা দল তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের নিরাপত্তারক্ষীদের মধ্যে ৯ জন করোনা ভাইরাস আক্রান্ত। এই খবর প্রকাশ্যে আসার পরেই ওই নিরাপত্তারক্ষীদের আপাতত কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে। সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর জেরে আশঙ্কায় রয়েছে যাদব পরিবার। ফের একবার লালুর করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

আক্রান্তের সংখ্যার নিরিখে নতুন রেকর্ড

আক্রান্তের সংখ্যার নিরিখে নতুন রেকর্ড

ভারতে প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৮৭৮ জন। এখনও পর্যন্ত এটিই দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০২ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

<strong>মন্দা ও লাদাখ সংঘাতের মাঝেই ভারত থেকে চিনে রফতানির পরিমাণ বেড়েছে ৩১ শতাংশ </strong>মন্দা ও লাদাখ সংঘাতের মাঝেই ভারত থেকে চিনে রফতানির পরিমাণ বেড়েছে ৩১ শতাংশ

English summary
JMM Chief Shibu Soren and his wife got infected with Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X