For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে একমাত্র এই রাজ্যই জাতীয় পতাকার সঙ্গে রাজ্যের পতাকা তুলতে পারে

ভারতে একমাত্র জম্মু ও কাশ্মীর রাজ্যের নিজস্ব পতাকা রয়েছে। জাতীয় পতাকার সঙ্গে সেই পতাকা তোলার বিধান রয়েছে সংবিধানে। ১৯৫২ সালে রাজ্য বিধানসভায় পতাকার বিষয়টি পাশ করান তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লা

  • |
Google Oneindia Bengali News

সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরকে।

এছাড়াই জম্মু ও কাশ্মীরই ভারতের একমাত্র রাজ্য, যেখানে জাতীয় পতাকার সঙ্গে রাজ্যের পতাকাও তুলতে পারে তারা।

ভারতে একমাত্র এই রাজ্যই জাতীয় পতাকার সঙ্গে রাজ্যের পতাকা তুলতে পারে

বিষয়টিকে জানতে ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। ১৯৩১-এর ১৩ জুলাই শ্রীনগরে মহারাজার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গেলে ২২ কাশ্মীরি প্রতিবাদীকে গুলি করে মারে ডোগরা শাসকরা। এই ঘটনায় মৃতদের কারও রক্তে ভেজা জামা পতাকার মতোই তুলে ধরেছিল সেখানকার বিক্ষোভকারীরা। এই বিশ্বাস থেকেই আসে পতাকাটি।
১৯৩৯ সালের ১১ জুলাই, বর্তমানে জম্মু ও কাশ্মীরে বিরোধী পক্ষে থাকা ন্যাশনাল কনফারেন্স পতাকাটিকে গ্রহণ করে। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫২-র ৭ জুন, জম্মু ও কাশ্মীর বিধানসভায় পতাকাটিকে রাজ্যের পতাকা হিসেবে মান্যতা দেওয়া হয়। সেই বছরেই দিল্লি চুক্তির সময় ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা শেখ আবদুল্লা কেন্দ্রের কাছ থেকে রাজ্যের জন্য আলাদা সংবিধান এবং পতাকার স্বীকৃতি আদায় করে নেন। রাজ্যের আলাদা সংবিধানেই সব সময়েই জাতীয় পতাকার পাশে রাজ্যের পতাকা রাখার বিষয়টি উল্লেখ রয়েছে।

ভারতে একমাত্র এই রাজ্যই জাতীয় পতাকার সঙ্গে রাজ্যের পতাকা তুলতে পারে

আলাদা পতাকা রয়েছে দক্ষিণের রাজ্য কর্ণাটকেরও। কিন্তু সেই পতাকার সরকারি স্বীকৃতি নেই। সামনেই রাজ্য বিধানসভার নির্বাচন থাকায় সেখানে পতাকা বিতর্ক মাথা চাড়া দিয়েছে।

English summary
Jammu and Kashmir is the only state permitted to fly its flag alone with tri colour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X