For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে সবথেকে বেশি বাল্যবিবাহ হয় এই রাজ্যে, তথ্য হাতে আসতেই ক্ষুব্ধ কেন্দ্র

Array

Google Oneindia Bengali News

অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া ভারতে প্রায় বন্ধ হয়ে গেলেও কিছু রাজ্যে বেশি গ্রামের দিকে গেলে এই চিত্রের দেখা মেলে। সেই তালিকায় সবথেকে উপরে রয়েছে ঝাড়খন্ড। এখানে সবথেকে বেশি অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে হয় বলে জানা গিয়েছে। সম্প্রতি এই বিষয় নিয়ে যে সমীক্ষা করা হয়য় তাতেই উঠে আসে সরকারের হাতে। এই বিষয় নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ কেন্দ্র।

বিয়ের বয়স হবার আগেই

বিয়ের বয়স হবার আগেই

জানা গিয়েছে বিয়ের বয়স হবার আগেই ঝাড়খণ্ডে ৫.৮ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় বলে জানা গিয়েছে, জা যথেষ্ট বেশি বলেই মনে করা হচ্ছে। এই সমীক্ষা করছিল রেজিস্ট্রার জেনারেল এবং সেনসার কমিশনারের অফিস। সমীক্ষা বলছে যে, দেশের সার্বিকভাবে ১.৯ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়। কেরালায় ওই বয়সে বিয়ে একাবারেই হয়য় না, সেখানে ঝারখন্ডে এই বিয়ের শতাংশ ৫.৮ শতাংশ।

বাল্যবিবাহ

বাল্যবিবাহ

বাল্যবিবাহ ভালো পরিমানে হয় এই রাজ্যের গ্রামাঞ্চলে। এর পরিমাণ ৭.৩ শতাংশ। শহরে এই ধরনের বিবাহ হয় টিম শতাংশের। এই সমীক্ষা করা হয়েছিল ২০২০ সালে। যার ফল বেরোয় গত মাসের শেষ সপ্তাহে এসে। তাতেই যাতে আসে এই তথ্য। তথ্য এও বলছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ একমাত্র সেই রাজ্য যেখানে অর্ধেকের বেশি মেয়ের বিয়ে হয়ে যায় ২১ বছরের আগেই।

 ২১ বছর হবার আগে

২১ বছর হবার আগে

বাংলায় ৫৪.৯ শতাংশ মেয়ের বিয়ে হয়য় ২১ বছর হবার আগেই। ঝাড়খণ্ডে ২১ বছর হবার আগেই বিয়ে হয় ৫৪.৬ শতাংশের। সার্বিকভাবে দেশে ২১ বছর হবার আগেই বিয়ে হয় ২৯.৫ শতাংশের।

বাল্যবিবাহ হল অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ। আইনত বিয়ের বয়স ১৮ বৎসর, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। কিন্তু বিশেষ ক্ষেত্রে অভিবাবকের অনুমতি সাপেক্ষে এই বয়সের আগেও বিয়ের অনুমতি দেয়া হয়। যদিও আইন অনুযায়ী বিয়ের বয়স ১৮ বৎসর, তারপরও কিছু কিছু দেশের নিজস্ব প্রথাকেই আইনের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে। তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত নিম্ন আর্থসামাজিক পরিস্থিতির কারণে।

 ইউনিসেফের তথ্য

ইউনিসেফের তথ্য


ইউনিসেফের তথ্য অনুযায়ী, "বিশ্বজুড়ে শিশুদের অবস্থা-২০০৯" শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০-২৪ বছর বয়সী নারীদের ৪৭% -এর বিয়ে হয়েছে ১৮ বছর বয়সে, এর মধ্যে গ্রামাঞ্চলে ১৮ বছরের পূর্বেই বিয়ে হয়েছে ৫৬% -এর। ২০১১ এর আদমশুমারি অনুযায়ী, ভারতে মেয়েদের বিয়ের গড় বয়স ২১ বছর। ২০০৯ এর এক জরিপ অনুযায়ী, বাল্যবিবাহের হার কমে ৭% -এ নেমেছে। ২০১১ সালের আদমশুমারিতে তা ৩.৭% -এ নেমে আসে।"শিশুদের জন্য জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন প্রকল্প-২০০৫" -এ ২০১০ এর মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

English summary
underage marriage is highest in the jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X