For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ডে ইস্তেহার প্রকাশ কংগ্রেসের! নানা প্রতিশ্রুতি পূরণের স্বপ্ন

রবিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তেহার প্রকাশ করেন, ঝাড়খণ্ড নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা আরপিএন সিং।

  • |
Google Oneindia Bengali News

রবিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তেহার প্রকাশ করেন, ঝাড়খণ্ড নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা আরপিএন সিং। এই অনুষ্ঠানে রাজ্যের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। ইস্তেহারে প্রতিশ্রুতির তালিকায় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি এমএনআরইজিকেও শক্তিশালী করার কথা বলা হয়েছে। নির্দিষ্ট দামে বনের সম্পদ কেনার আশ্বাসও রয়েছে ওই ইস্তেহারে।

মুখ্যমন্ত্রীর মুখ হেমন্ত সোরেন

মুখ্যমন্ত্রীর মুখ হেমন্ত সোরেন

কংগ্রেস এবারের নির্বাচনে লড়াই করছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং লালুপ্রসাদ যাদবের আরজেডিকে সঙ্গে করে। কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর মুখ হলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

কংগ্রেসের লড়াই ৩১ আসনে

কংগ্রেসের লড়াই ৩১ আসনে

এবারের ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে ৮১ টি আসনের মধ্যে কংগ্রেস লড়াই করছে ৩১ টি আসনে। আরজেডি লড়াই করছে সাতটি আসনে। আর জেএমএম লড়াই করছে ৪৩ টি আসনে।

ভোট হচ্ছে ৫ দফায়

ভোট হচ্ছে ৫ দফায়

৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফায় সেখানে ভোট হবে। ফল ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর।

ইস্তেহারে কংগ্রেসের প্রতিশ্রুতি

ইস্তেহারে কংগ্রেসের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, যুবকদের বেকার ভাতা, ছয়মাসের মধ্যে সরকারি চাকরিতে ফাঁকা থাকা পদ পূরণ, রাঁচি, জামশেদপুর, ধানবাদে মেট্রো, পেট্রোল ও ডিজেলে ভ্যাটের পরিমাণ হ্রাস, সরকারি বাসে মহিলাদের নিখরচায় ভ্রমণ, স্কুলের ছাত্রীদের বিনা পয়সায় সাইকেল।

English summary
Jharkhand Congress releases manifesto for the upcoming Assembly Elections. Their one of the poll promises is Unemployment allowances for youth.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X