For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কপিল সিবালের বাড়ি আক্রমণকারী দুষ্কৃতীদের একহাত নিলেন জাভেদ আখতার

কপিল সিবালের বাড়ি আক্রমণকারী দুষ্কৃতিদের একহাত নিলেন জাভেদ আখতার

  • |
Google Oneindia Bengali News

হিন্দি সাহিত্যের পরিচিত কবি এবং বলিউডের অন্যতম জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার, সম্প্রতি তালিবানের সঙ্গে আরএসএস-এর তুলনা টেনে বিতর্ক তৈরি করেছিলেন৷ এনিয়ে সংবাদমাধ্যমে শিরোনামে ছিলেন তিনি৷ এবার কংগ্রেস নেতা কপিল সিবালের বাড়িতে আক্রমণের বিরোধিতা করে খবরে এলেন। সম্প্রতি নয়াদিল্লিতে কংগ্রেস নেতা কপিল সিবালের বাড়িতে হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতি। সেদিনই ঘটনার আগে কংগ্রেসের বেশ কিছু নিয়ম নীতির সমালোচনা করেছিলেন দলেরই এই বরিষ্ঠ নেতা৷

কপিল সিবালের বাড়ি আক্রমণকারী দুষ্কৃতিদের একহাত নিলেন জাভেদ আখতার

কপিলের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে জাভেদ বলেন, কংগ্রেস পার্টির কার্যপ্রণালী সম্পর্কে মত প্রকাশের জন্য যারা কপিল সিবালের বাড়িতে হামলা করেছে। তারাই একসময় মোদী সরকারের 'বাক স্বাধীনতা' খর্ব করার সমালোচনা করত। এই গুন্ডাদের এরকম কাজের কঠোর ভাষায় নিন্দা করা কি রাহুল গান্ধীর উচিত নয়?

বিদ্রোহী কংগ্রেস নেতাদের একটি গোষ্ঠী যারা জি -২৩ নামে পরিচিত তাঁরা কখনোই 'জিহজুরি-২৩' নয়। এঁরা দলের সুপ্রিমোর সব সিদ্ধান্তে হ্যাঁ-তে হ্যাঁ মেলান না। কপিল সিবাল কংগ্রেসের এই জি-২৩ গ্রুপের সবচেয়ে শক্তিশালী মুখ, এর জন্য অবশ্য তাঁকে একাধিকবার শাস্তির মুখে পড়তে হয়েছে৷ জি-২৩ গ্রুপ সামনে আসার পর থেকে কংগ্রেস কার্যত দ্বিধাবিভক্ত। কপিল সিবলের বাড়ির বাইরে যুব কংগ্রেস নেতাদের প্রতিবাদ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি, পি চিদম্বরম এবং শশী থারুরও৷ শশী থারুর বলেছেন, যে দল কপিল সিবলের কথার সঙ্গে একমত না হলেও তাঁর কথা (কপিলকে) শুনতে হবে।

যদিও কপিলের বাড়ির বাইরে এই যুব কংগ্রেসের এই ভাঙচুর প্রতিবাদের বিরুদ্ধে এখনও রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী কেউই কিছু বলেননি। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা জানিয়েছেন, শীঘ্রই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হবে। সেখানে এই বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সম্প্রতি পঞ্জাবে কংগ্রেসের অভ্যন্তরল যা ঘটছে তার পরে জি-২৩ বিদ্রোহীদের কণ্ঠস্বর আরও জোরালো হয়ে উঠছে। প্রবীণ কংগ্রেস নেতা অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি দল থেকে অনেক অপমানের মুখোমুখি হয়েছিলেন। পদত্যাগের কয়েকদিন পর, অমরিন্দর সিং বৃহস্পতিবার ঘোষণা করেন যে তিনিও দল ছাড়বেন।

English summary
A few days ago, Javed Akhtar was criticized for comparing the RSS with the Taliban. This time he took one hand of the attackers in Kapil Sibal's house. Javed said they had attacked Kapil's house because he criticize the Congress, actualy they were enemies of freedom of speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X