For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাস্টি হিসেবে পদ গেল কংগ্রেস সভাপতির, রাজ্যসভায় পাস জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়াল সংশোধনী বিল

ট্রাস্টি হিসেবে পদ গেল কংগ্রেস সভাপতির, রাজ্যসভায় পাস জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়াল সংশোধনী বিল

Google Oneindia Bengali News

জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল সংশোধনী বিল, ২০১৯ পাস হল রাজ্যসভায়। এর আগে চলতি বছরের বাজেট অধিবেশন চলাকালীন অগাস্টেই লোকশভাতে বিলটি পাস হয়েছিল। নতুন বিলে জালিয়ানওয়ালাবাগের ট্রাস্টি হিসেবে কংগ্রেস সভাপতির নাম তুলে দেয়ার প্রস্তাব রয়েছে। এদিকে বিলটি পেশের আগেই গান্ধী পরিবারের থেকে এসপিজি সুরক্ষা প্রত্যাহারের বিরোধিতায় সংসদ থেকে ওয়াকআউট করে কংগ্রেস।

ট্রাস্টি হিসেবে পদ গেল কংগ্রেস সভাপতির, রাজ্যসভায় পাস জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়াল সংশোধনী বিল

সোমবারের মতো আজ মঙ্গলবারও উত্তপ্ত হয়ে ওঠেছে সংসদ। শুরু থেকেই দুই সভাতেই হট্টগোলের জেরে ব্যাহত হয় সভার কাজকর্ম। দুপুর ২ টা পর্যন্ত মুলতুবি করা হয় রাজ্যসভা। এর মধ্যেই মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে একাধিক বিল পেশ হয় সংসদে। তার মধ্যে অন্যতম জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯।

এদিকে বিল পাস হওয়ায় সবথেকে বড় বিরোধী দলের নেতার পদাধিকারবলে বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এই সম্মান পেতে চলেছেন। বিলটি যখন লোকসভায় গত অধিবেশনে পেশ করা হয়েছিল, তখন কংগ্রেস ছাড়া আর কেউ এই সিদ্ধান্তের প্রতিবাদ করেনি।

আগে মনোনীত ট্রাস্টির পদে থাকার মেয়াদ ছিল পাঁচ বছর। কিন্তু বিল পাস হওয়ায় কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট সময়ের আগেই মনোনীত ট্রাস্টির ওই পদে থাকা ব্যক্তিকে অপসারিত করতে পারে। এর জন্য কোনও কারণ সরকারকে দেখাতে হবে না। এতদিন ট্রাস্টি বোর্ডে থাকতেন, প্রধানমন্ত্রী, কংগ্রেস সভাপতি, সংস্কৃতি মন্ত্রী, বিরোধী দলনেতা, পাঞ্জাবের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বেছে নেওয়া তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এ বার কংগ্রেস সভাপতি বাদে সকলেই থাকছেন।

English summary
Jallianwala Bagh National Memorial Amendment Bill 2019 passed in Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X