For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুতো, মোবাইল ফোন, ওষুধে মেড ইন পাকিস্তানের ট্যাগ, নাগরোটা কাণ্ডে উপায় রইল না ইমরানদের

জুতো, মোবাইল ফোন, ওষুধে মেড ইন পাকিস্তানের ট্যাগ, নাগরোটা কাণ্ডে উপায় রইল না ইমরানদের

Google Oneindia Bengali News

নাগরোটায় পাকিস্তান থেকে আসা জঈশ জঙ্গিরাই যে নাশকতা চালানোর চেষ্টা চালিয়েছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁদের সঙ্গে থাকা জিনিসেই। মোবাইল ফোন থেকে শুরু করে জুতো এমনকী ওষুধেও রয়েছে মেড ইন পাকিস্তােনর ট্যাগ। পাকিস্তান থেকেই পরিকল্পনা করে জঙ্গিদের ভারতে নাশকতার জন্য পাঠানো হয়েছিল। সেই সত্যিটা প্রমাণ আলাদা করে পরিশ্রম করতে হবে না ভারতকে। এতে ইমরান সরকারের চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

নাগরোটায় নাশকতার ছক

নাগরোটায় নাশকতার ছক

ফের পুলওয়ামার ধাঁচে কাশ্মীরের নাগরোটায় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল জঙ্গিরা। কিন্তু তার আগেই সেই প্রচেষ্টা বানচাল করে দেয় সেনা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় জঙ্গিরা। চার জঙ্গিকে নিকেশ করে সেনা। সকলেই পাকিস্তান থেকে আসা বলে দাবি ভারতীয় সেনার। তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের যোগ

পাকিস্তানের যোগ

মৃত জঙ্গিদের কাছ থেকে যে স্মার্ট ফোন, এবং ওষুধ উদ্ধার হয়েছে তাতে পাকিস্তানের ট্যাগ লাগানো। যে স্মার্ট ফোন জঙ্গিদের কাছে পাওয়া গিয়েছে সেটি কিউ কোম্পানির। পাকিস্তানেই সেই মোবাইল কোম্পানি রয়েছে। পাকিস্তানের মাইক্রো ইলেকট্রনিকং নামে সংস্থাটি ডিজিটাল মোবাইল রেডিও তৈরি করে। পাকিস্তানের করাচির ওষুধ কোম্পানির তৈরি ওষুধ পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে। এমনকী যে জুতো তারা পরেছিল সেটাও পাকিস্তানি সংস্থার তৈরি বলে দাবি করা হয়েছে। নাশকতার জন্য জঙ্গিদের ভারতে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে কাশ্মীর পুলিস।

 বিপুল অস্ত্র উদ্ধার

বিপুল অস্ত্র উদ্ধার

মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে পুলিস। ১১টি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, ২৪টি ম্যাগাজিন, ৭.৫ কেজি আরডিএক্স, ২০ মিলিমিটারের আইইডি তার, ৬টি ডিটোনেটর। এছাড়াও আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, ২৯টি গ্রেনেড, ৫টি রাইফেল গ্রেনেড, তিনটি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ওয়্যারলেস সেট এবং জিপিএস। পুরো প্রস্তুুতি নিয়ে এসেছিল তারা।

বেকায়দায় পাকিস্তান

বেকায়দায় পাকিস্তান

আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদ নিয়ে কোণঠাসা পাকিস্তান। পুলওয়ামা হামলার পর ফের জঈশ জঙ্গিদের নাশকতার েচষ্টা পাকিস্তানের। পাক সরকার তা অস্বীকার করলেও কোনও জঙ্গিদের কাছ থেকে উদ্ধার একের পর এক জিনিস ফাঁস হয়ে গিয়েছে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া জুতো, ওষুধ থেকে শুরু করে মোবাইল ফোন সবটাই পাকিস্তানের তৈরি। তাতে মেট ইন পাকিস্তানের ট্যাগও রয়েছে। কাজেই কোনও ভাবেই এই যোগ অস্বীকার করে উঠতে পারবে না পািকস্তান। এর আগে পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তান নিজেদের যোগ অস্বীকার করেছিল।

English summary
Jaish extrimist has come from Pakistan prove in their shoes, medicine and mobile phone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X