For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার চিঠি অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের! সমর্থনের হাত বাড়ালেন জগনমোহনও

অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া নাগরিকত্ব আইন বা এনআরসির বিরোধিতায় জোট বাঁধার বার্তা দিয়েছিলেন। জগনমোহন রেড্ডি সবার প্রথম সমর্থন বার্তা দিলেন।

  • |
Google Oneindia Bengali News

অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া নাগরিকত্ব আইন বা এনআরসির বিরোধিতায় জোট বাঁধার বার্তা দিয়েছিলেন। মমতার সেই চিঠির পই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সবার প্রথম সমর্থন বার্তা দিলেন। তিনি জানালেন, এনআরসির বিরোধিতায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে তিনি প্রস্তুত।

এনআরসির বিরোধিতায় সমর্থন মমতাকে

এনআরসির বিরোধিতায় সমর্থন মমতাকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি তারপর জগনমোহনের সমর্থন বার্তাতে এনআরসি বিরোধী আন্দোলন দেশের বুকে আরও জোরদার রূপ নিতে চলেছে। ওয়াইএসআর কংগ্রেস পার্টির সুপ্রিমো জগনমোহন রে্ড্ডি সাফ জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ এনআরসি সমর্থন করে না। এনআরসির বিরোধিতায় তাঁরা জোট বেঁধে আন্দোলন চালাবেন।

এনআরসি বিরোধিতায় নাম লেখালেন জগন্মোহন

এনআরসি বিরোধিতায় নাম লেখালেন জগন্মোহন

এর ফলে বিরোধী আওয়াজ আরও তীব্র হল। সিএএ ও এনআরসি বিরোধিতায় নাম লেখালেন জগন্মোহন রেড্ডিও। বিরোধিতায় সবার আগে নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগেই অবিজেপি শাসিত ৯ রাজ্য এবং একটি করে বিজেপি ও বিজেপির মিত্র রাজ্য এনআরসির বিরোধিতা করেছিল। সেই তালিকায় নবতন সংযোজন অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানাও এই তালিকায় সংযুক্ত হতে পারে।

চিঠি লিখে সবাইকে এক সঙ্গে লড়াইয়ের বার্তা

চিঠি লিখে সবাইকে এক সঙ্গে লড়াইয়ের বার্তা

মমতার সুরে সুর মিলিয়ে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই জানিয়েছিলেন তারা রাজ্যে এনআরসি লাগু করতে দেবেন না। নয়া নাগরিকত্ব আইন তারা মানবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন। চিঠি লিখে সবাইকে এক সঙ্গে লড়াইয়ের বার্তা দিলেন মোদী সরকারের বিরুদ্ধে। সেই জোট ক্রমেই সংঘবদ্ধ হচ্ছে।

English summary
Andhra Pradesh CM Jagan mohan Reddy supports to Mamata Banerjee on NRC and CAA issue. Mamata writes letter to CM of non-BJP states in protest of CAA and proposed NRC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X