For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থান রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই মুখ্যমন্ত্রী গেহলট ঘনিষ্ঠ তিনজনের বাড়িতে আয়কর হানা

  • By
  • |
Google Oneindia Bengali News

কর ফাঁকির মামলায় রাজস্থানের আয়কর বিভাগ তিনজনের বাড়িতে হানা দিয়ে ১২ কোটি টাকা নগদ এবং হিসাব বহির্ভূত ১.৭ কোটি টাকার গয়না উদ্ধার করেছে। এই টাকা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে খরচ করার মতলব ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী গেহলট ঘনিষ্ঠ তিনজনের বাড়িতে আয়কর হানা

এই তিনজনই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই সপ্তাহের শুরুতে এই হানা হয়েছিল। প্রায় ২০০ জনের বেশি আয়কর কর্মী ও আধিকারিক একসঙ্গে হানা দেন।

একদিকে যখন রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের মধ্যে রাজনৈতিক লড়াই চলছে, সেই সময় এই আয়কর হানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই ব্যবসায়ীরা হোটেল, হাইড্রো প্রোজেক্ট, ধাতু এবং অটো সেক্টরে ব্যবসায়িক কাজকর্মে জড়িত। সেখান থেকে আসা কালো টাকা রিয়েল এস্টেটে ব্যবহার হতো বলেও আয়কর বিভাগের আধিকারিকরা সন্দেহ করছেন। এছাড়াও আরেকটি দল সোনা, রূপো এবং অন্যান্য গয়নার কারবার করত বলে জানা গিয়েছে।

English summary
IT Raids From People Close to Rajasthan CM Gehlot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X