For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর, তৈরি হল নতুন রেকর্ড

সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএলএলভি-সি-৩৮ থেকে কার্টোস্যাট-২ উপগ্রহ ও ৩০টি ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার মহাকাশ গবেষণায় মাইলফলক তৈরি করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএলএলভি-সি-৩৮ থেকে কার্টোস্যাট-২ উপগ্রহ ও ৩০টি ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।

এই উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকেই প্রহর গোনা চলছিল ইসরোয়। এদিনের সফল উৎক্ষেপণের পর ইসরোর তরফে জানানো হয়েছে, ৭১২ কেজির কার্টোস্যাট-২ মূলত রিমোট-সেন্সিং উপগ্রহ। এটি পৃথিবীকে নিরীক্ষণ করে নানা ভাবে তথ্য সংগ্রহ করে পাঠাবে।

ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর, তৈরি হল নতুন রেকর্ড

এছাড়া ২৪৩ কেজি ওজনের আরও ২৯টি বিদেশি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ ও একটি ভাকতীয় কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। এদিন সকাল ৯টা ২৯ মিনিটে এই সফল উৎক্ষেপণ করেছে ইসরো।

ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর, তৈরি হল নতুন রেকর্ড

যে ২৯টি বিদেশি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে তা মোট ১৪টি দেশের। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, অস্ট্রিয়া, বেলজিয়াম, চিলি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, যুক্তরাজ্য ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর, তৈরি হল নতুন রেকর্ড

এই নিয়ে ইসরোর পিএসএলভি-র এটি ৪০তম সফল উৎক্ষেপণ। এদিনের উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানী ও গবেষকদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন চেয়ারম্যান কিরণ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।

English summary
Isro’s PSLV-C38 places Cartosat-2s and 30 nano satellites in orbit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X