For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মাদ্রাসা আর স্কুলে তাহলে হনুমান চালিসা চালু হোক', কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা কৈলাশ বিজয়বর্গীয়র

'মাদ্রাসা আর স্কুলে তাহলে হনুমান চালিসা চালু হোক', কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা বিজয়বর্গীয়র

  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজনীতির পারদ তুঙ্গে উঠতে শুরু করেছে। এবার কেজরিওয়াল শিবিরকে কার্যত তোপের মুখে রেখেছেন কৈলাস বিজয়বর্গীয়। এদিন একটি টুইট বার্তায় কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানান। তার সঙ্গেই ছিল চরম খোঁচা!

'চালু করুন হনুমান চালিসা'

দিল্লির ভোট রাজনীতিতে বহুবার উঠে এসেছে হনুমান চালিসা প্রসঙ্গ। আর হনুমান চালিসা পাঠ নিয়ে কেজরিওয়ালকে বহুভাবে তোপ দেগেছেন বিজেপি নেতারা। এবার ভোট জয়ের পর কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েই বিজেপির কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ' এবার সময় এসে গিয়েছে যে দিল্লির সমস্ত স্কুলে ও মাদ্রাসায় যাতে হনুমান চালিসার পাঠ শুরু হয়ে যায়।'

'বজরংবলীর কৃপা'.. বিজয়বর্গীয়র টুইট

'বজরংবলীর কৃপা'.. বিজয়বর্গীয়র টুইট

কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইটে কৈলাস বিজয়বর্গীয় জানান, 'অরবিন্দ কেজরিওয়ালজি আপনাকে শুভেচ্ছা জানাই! এটা নিশ্চিত যে যিনি হনুমানজির শরণে আসেন তিনি তাঁর আশীর্বাদ পান। এখন সময় এসে গিয়েছে যে দিল্লির সমস্ত স্কুলে বিদ্যালয়ে, মাদ্রাসাতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চালু হবে হনুমান চালিসা। .. বজরংবলীর কৃপা এবার সমস্ত দিল্লিবাসী বাচ্চাদের প্রাপ্য হবে।'

হনুমান চালিসা বিতর্ক ও দিল্লি নির্বাচন

হনুমান চালিসা বিতর্ক ও দিল্লি নির্বাচন

এর আগে, দিল্লি নির্বাচনের প্রচার পারদ চড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল জানান যে, হিন্দুত্ব তিনি বিজেপির কাছ থেকে শিখবেন না। আর সেই কারণে তিনি মঞ্চেই হনুমান চালিসা পাঠ করতে শুরু করেন। যে ঘটনাকে তীব্র আক্রমণ করে বিজেপি। বিজেপির তরফেও প্রবল তোপ দাগা হয়। এই হনুমান চালিসা নিয়ে। যে তোপের ধারা নির্বাচনের পর পর্যন্ত চলছে।

দিল্লিতে কেজরি জিততে পারেন, বাংলায় হারবেন মমতা! একুশের আগে কৈলাশ সাজালেন যুক্তিদিল্লিতে কেজরি জিততে পারেন, বাংলায় হারবেন মমতা! একুশের আগে কৈলাশ সাজালেন যুক্তি

English summary
Introduce Hanuman Chalisa in Delhi schools, madrasas Vijayvargiya's challenge to Kejriwal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X