For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি দিতে চেয়ে অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি আন্তর্জাতিক শুটারের

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি দিতে চান আন্তর্জাতিক শুটার বর্তিকা সিং। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে রক্ত দিয়ে একটি চিঠি লিখেছেন তিনি।

Google Oneindia Bengali News

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি দিতে চান আন্তর্জাতিক শুটার বর্তিকা সিং। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে রক্ত দিয়ে একটি চিঠি লিখেছেন তিনি।

বর্তিকার বক্তব্য

এই বিষয়ে শুটার বর্তিকা বলেন, 'আমি চাই এই দোষীদের সাজা কোনও মহিলা দিক যাতে তা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। আমি এই বিষয়ে দেশের সকল মহিলা সাংসদ, অভিনেতাদের কাছে আবেদন জানাচ্ছি যাতে তাঁরা আমার এই দাবিকে সমর্থন জানায়।'

ফাঁসির প্রস্তুতি শুরু

ফাঁসির প্রস্তুতি শুরু

এদিকে তিহার জেলে নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির প্রস্তুতি শুরু হওয়ার খবর ছড়াতেই জেল কতৃপক্ষের কাছে এই বিষয়ে একের পর এক আবেদন জমা পড়তে শুরু করে। তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছেন নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিতে চান জানিয়ে তাঁদের চিঠি দিয়েছেন ১৫ জন। এর মধ্যে বিদেশ থেকে চিঠি এসেছে বলে জানিয়েছে জেল কতৃপক্ষ।

লম্বা তালিকায় যোগ বর্তিকার নাম

লম্বা তালিকায় যোগ বর্তিকার নাম

এক আধিকারিক জানিয়েছেন, দিল্লি, গুরুগ্রাম, মুম্বই, ছত্তিশগড়, কেরল, তামিলনাড়ু থেকে চিঠি এসেছে। এমনকী ব্রিটেন, আমেরিকা থেকেও চিঠি এসেছে তাঁদের কাছে। চিঠির প্রেরকদের মধ্যে প্রবীণ নাগরিক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্টও রয়েছেন। সেই তালিকাতেই আবার যোগ হল আন্তর্জাতিক খেলোয়াড়। এই প্রথম কোনও খেলার জগতের ব্যক্তিত্ব এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তৈরি হচ্ছে ফাঁসির কাঠ

তৈরি হচ্ছে ফাঁসির কাঠ

প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তিহার জেলে। কারাগারের ভেতরেই ৩ নম্বর জেলের ভেতরে একটি ছোট মাঠ রয়েছে, সেখানেই ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার ধর্ষকদের। সেই মাঠটি এখন প্রতিনিয়ত পাহারা দিয়ে রাখা হয়েছে। পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, মুকেশ সিং এই চার ধর্ষককে ফাঁসি দেওয়া হবে। যেখানে আফজল গুরু এবং মকবুল ভাটকে ফাঁসি দেওয়া হয়েছিল সেখানেই ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার ধর্ষকদের।

 রিভইউ পিটিশনের জন্য পিছিয়ে যাবে ফাঁসি

রিভইউ পিটিশনের জন্য পিছিয়ে যাবে ফাঁসি

তবে এরই মধ্যে এক দোষীর ফাঁসির রিভইউ পিটিশনের শুনানি হবে ১৮ ডিসেম্বর। যার জন্য একটু হলেও পিছিয়ে যেতে চলেছে এই ফাঁসির। এদিকে ২০১৩ সালে আফজল গুরুর ফাঁসির সময় ফাঁসুড়ের খুব একটা প্রয়োজন ছিল না। একজন অভিজ্ঞ পুলিশ কর্মীও লিভার টানতে পারেন এবং ফাঁসি দিতে পারেন। কিন্তু ২০১৮ সালের দিল্লি জেল ম্যানুয়াল অনুযায়ী এটি করা যাবে না। এখন প্রশিক্ষিত ফাঁসুড়ে দরকার ফাঁসি দেওয়ার জন্য।‌ যেহেতু এটা খুবই স্পর্শকাতর বিষয় তাই তিহার জেল কর্তৃপক্ষ এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

নাগরিকত্ব বিল নিয়ে মতবিরোধ পদত্যাগ করতে চাইলেন প্রশান্ত, খারিজ করলেন নীতীশনাগরিকত্ব বিল নিয়ে মতবিরোধ পদত্যাগ করতে চাইলেন প্রশান্ত, খারিজ করলেন নীতীশ

English summary
International shooter Vartika Singh wrote letter in blood to Amit Shah wanting to hang convicts of Nirbhaya case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X