For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু সেনা নয়, পুলওয়ামা চক্রীর টার্গেট লিস্টে ছিল আন্তর্জাতিক সাংবাদিকরাও, জানাল এনআইএ

Google Oneindia Bengali News

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। বিভীষিকামায় এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুলওয়ামা। হামলাটা পুলওয়ামাতে হলেও সেই ক্ষতচিহ্ন দেখা যায় দেশজুড়ে। সেই হামলার মূল চক্রী ছিল জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাইপো মহম্মদ উমর ফারুক। এদিকে জানা গিয়েছে শুধু সেনা নয়, উমর ফারুকের টার্গেটে ছিল আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকদরাও।

হিটলিস্টে ছিলেন বিবিসি-র সাংবাদিকরা

হিটলিস্টে ছিলেন বিবিসি-র সাংবাদিকরা

এনআইএ-র জমা দেওয়া চার্জশিট অনুযায়ী ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিহামলার মূলচক্রী ছিল মাসুদের ভাইপো উমর ফারুক। চার্জশিটে বলা হয়েছে, পুলওয়ামার সুইসাইড বোম্বার আদিল আহমেদ দরের বাড়ি গিয়ে তার বাবার সাক্ষাত্‍‌কার নিয়েছিল বিবিসি-র সাংবাদিকদের একটি টিম। আর তাই আন্তর্জাতিক ওই সাংবাদ সংস্থার সাংবাদিকদেরও নিশানা করতে চেয়েছিল মহম্মদ উমর ফারুখ।

১৯ জনের নামে চার্জশিট ফাইল

১৯ জনের নামে চার্জশিট ফাইল

প্রসঙ্গত, ২৫ অগাস্ট পুলওয়ামা কাণ্ডে চার্জশিট ফআইল করে জাতীয় তদন্তকারী সংস্থা। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহার-সহ মোট ১৯ জনের নামে চার্জশিট ফাইল করে জাতীয় তদন্তকারী সংস্থা৷ পুলওয়ামায় জঙ্গি হামলায় অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন৷

১৩,৫০০ পাতার একটি চার্জশিট

১৩,৫০০ পাতার একটি চার্জশিট

এনআইএ সূত্রে খবর, তাদের তরফে মোট ১৩,৫০০ পাতার একটি চার্জশিট তৈরি করা হয়েছে৷ সেখানে বেশ কয়েকজন পাকিস্তানের নাগরিক থেকে শুরু করে পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের নাম রয়েছে৷ ওই চার্জশিটে নাম রয়েছে মোট ১৯ জনের৷ তাদের মধ্যে মৃত ৬ জন৷

মৃত জঙ্গিদের নাম

মৃত জঙ্গিদের নাম

মৃতদের নাম - পাকিস্তানের বাসিন্দা ক্বারি ইয়াসির, মুহম্মদ উমর ফারুক, মহম্মদ কামরান আলি, পুলওয়ামার অবন্তিপোরার বাসিন্দা মুদাস্সির আহমেদ খান, অনন্তনাগের বিজবেহেরার বাসিন্দা সাজ্জাদ আহমেদ ভাট এবং কাশ্মীরের পুলওয়ামা কাকাপোড়ার বাসিন্দা আদিল আহমেদ দার।

চার্জশিটে রয়েছে মাসুদ আজহারের নাম

চার্জশিটে রয়েছে মাসুদ আজহারের নাম

এছাড়াও জীবিতদের মধ্যে নাম রয়েছে পাকিস্তানের বাসিন্দা মাসুদ আজহার আলভি, মহম্মদ ইসমাইল, রউফ আজগর আলভি, আম্মার আলভি, পুলওয়ামার কাকাপোড়ার শাকির বসির, ইনশা জান, পির তারিক আহমেদ শাহ, মহম্মদ আব্বাস রাঠের ও সমীর আহমেদ দার-এর৷

আরও যারা জড়িত

আরও যারা জড়িত

এছাড়াও রয়েছে শ্রীনগরের বাসিন্দা ওয়েইজ উল ইসলাম, পুলওয়ামার লালহারের হাজবলের বাসিন্দা বিলাল আহমেদ কুচ্ছে, বুধগামের ছারার ই শরিফের বাসিন্দা মহম্মদ ইকবাল রাঠের এবং পুলওয়ামার রাজপুরার আসাক আহমেদ নেঙ্গারুর নাম ৷

<strong>পুলওয়ামা কাণ্ডে চার্জশিট জমা পড়তেই ছ্যাঁকা, বিজেপিকে আক্রমণ করে কী বলল পাকিস্তান</strong>পুলওয়ামা কাণ্ডে চার্জশিট জমা পড়তেই ছ্যাঁকা, বিজেপিকে আক্রমণ করে কী বলল পাকিস্তান

English summary
International Journalist were also in Umar Farooq's hitlist after Pulwama attack says NIA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X