For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাগরে 'সাইক্লোন' এর পর পর হানা হাড়কাঁপানো শীতে! আবহাওয়ার আগাম বার্তায় কোন ইঙ্গিত

বঙ্গোপসাগরে পর পর 'সাইক্লোন' হাড়কাঁপানো শীতকালে আসন্ন! আবহাওয়ার রিপোর্টে কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

আম্ফান, গতির পরও আরও একাধিক সাইক্লোন দেখা বাকি রয়েছে ২০২০ সালে! অন্তত আবহাওয়ার আগাম বার্তায় তেমনই পূর্বাভাস। আসন্ন নভেম্বর মাস ও তার আগের সময়টা জুড়ে আবহাওয়ার গতিবিধি কোন দিকে যাচ্ছে, তা দেখে নেওয়া যাক।

হাড়কাঁপানো শীত, সাইক্লোন!

হাড়কাঁপানো শীত, সাইক্লোন!

আইএমডি প্রধান এম মহাপাত্র জানিয়েছেন , অক্টোবর ,নভেম্বরের মরশুমে ভারতে একের পর এক সাইক্লোন আছড়ে পড়তে পারে। দেশে 'লা নিনা ' পরিস্থিতির জেরেই এমন ঘটনা ঘটতে পারে বলে খবর। নিরক্ষীয় প্রশান্ত এলাকায় সমুদ্রের জলের উপরের অংশের তাপমত্রা স্বাভাবিকের থেকে কম হতে শুরু করেছে। যার প্রভাব বায়পমণ্ডলে পড়তে পারে বলে খবর। সঙ্গে এই বছরের শীতে প্রবল শৈত্যপ্রবাহও থাকবে বলে জানানো হয়েছে।

 অক্টোবর , সাইক্লোন ও আবহাওয়া

অক্টোবর , সাইক্লোন ও আবহাওয়া

আইএমডির দাবি, সেভাবে দেখতে গেলে অক্টোবরে কোনও সাইক্লোনের জন্ম হয়নি। তবে কর্ণাটক ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ মধ্যমহারাষ্ট্রের দকে গিয়ে অরব সাগরে শক্তি অর্জন করে দাপট দেখাতে শুরু করেছে। কিন্তু শীতকালে ছবি পাল্টাতে পারে।

আবহাওয়ার গতিবিধি কোনদিকে?

আবহাওয়ার গতিবিধি কোনদিকে?

এলনিনো ও সাউদার্ন ওসিলেশনের ওপর নির্ভর করতে চলেছে আগামী কয়েকদিনের তাপমাত্রার গতিবিধি। শুধু তাই নয়, সাগরের উপরিভাগে তাপমাত্রার উপরেও বহু কিছু নিরেভর করে রয়েছে। সঙ্গে তাৎপর্য বহন করবে বায়ুর চাপ। সবমিলিয়ে যা মনে করা হচ্ছে, তাতে শীতকালে পর পর সাইক্লোন দেখতে পারে দেশ।

 এল নিনো ও লা নিনা

এল নিনো ও লা নিনা

প্রসঙ্গত, এল নিনো পরিস্থিতির দ্বারা বিশ্বের তাপমাত্রা বার্তা বোঝা যায়। পরিমাপ করা যায় বর্ষা কতটা দুর্বল হবে বা সেই সম্পর্কে তথ্য়। ধারণা করা যায় খরার। অন্যদিকে, লা নিনা বলে দেয় গভীর বর্ষণের বার্তা। বর্ষণের গড় শীতের খবর দেয়য় লা নিনা। আর এই লা নিনার ওপরেই আগামীর ঝড় বৃষ্টির বার্তা নির্ভর করছে.।

সিবিআইয়ের জেরার মুখে হাথরাসের অভিযুক্তদের পরিবার, কোন চিন্তায় কপালে ঘাম যোগীর?সিবিআইয়ের জেরার মুখে হাথরাসের অভিযুক্তদের পরিবার, কোন চিন্তায় কপালে ঘাম যোগীর?

{quiz_390}

English summary
Intense cyclones over Bay of Bengal and colder winters says Wwather forcast of India on 15 October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X