For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনার প্রত্যাঘাতে ঘায়েল চিনও , ৪৩ চিনা জওয়ান হতাহত লাদাখের গালওয়ান উপত্যকায়

ভারতীয় সেনার প্রত্যাঘাতে ঘায়েল চিনও ,৪৩ চিনা জওয়ান হতাহত লাদাখের গালওয়ান উপত্যকায়

Google Oneindia Bengali News

গালওয়ান উপত্যকায় দুই বাহিনীর সংঘর্ষ যে চরম মাত্রার হয়েছিল তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রথমে ৩ ভারতীয় জওয়ান শহিদ হয়েছে বলা হলেও পরে জানা গিয়েছে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। অন্যদিকে ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে চিনের ৪৩ জওয়ান হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গালওয়ান উপত্যকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই দেশের সেনাই নিজের অবস্থানে ফিরে গিয়েছে বলে জানিয়েছে ভারত

 চিনের ৪৩ জওয়ান হতাহত

চিনের ৪৩ জওয়ান হতাহত

গালওয়ান উপত্যকায় দুই বাহিনীর সংঘর্ষ মঙ্গলবার চরম আকার নেয়। ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে চিনের ৪৩ জওয়ান হতাহত হয়েছে বলে দাবি ভারতের। কিন্তু তার মধ্যে কতজন চিনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং কতজন জওয়ান আহত হয়েছেন সেটা পরিষ্কার করে জানানো হয়নি।

 ভারতের ২০ জওয়ান শহিদ

ভারতের ২০ জওয়ান শহিদ

৩ নয় ২০ জন জওয়ান লাদাখ সীমান্তে শহিদ হয়েছেন। এমনই খবর প্রকাশ্যে এসেছে। বিদেশ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরেই এই খবর প্রকাশ্যে আসতে শুরু করে। প্রথমে বলা হচ্ছিল গালওয়ান উপত্যকায় চিনা বািহনীর সঙ্গে সংঘর্ষে ভারতের ৩ জওয়ান শহিদ হয়েছেন।

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক

লাদাখ পরিস্থিতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে দফায় দফায় জরুরি বৈঠক করছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লাদাখ পরিস্থিতির বিস্তারিত বিবরণ শুেনছেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেনা প্রধান নারাভানে এবং চিফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়তও। তার কয়েকঘণ্টা আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে ছিলেন তাঁরা।

ফুঁসছে নেপাল

ফুঁসছে নেপাল

এদিকে নেপালও ভারত সীমান্তে চাপ তৈরি করছে। কয়েকদিন আগেই বিহারে নেপাল সীমান্তে নেপালি সেনার গুলিতে মৃত্যু হয়েছে ২ গ্রামবাসীরে। এক ভারতীয়কে টেনে হিঁচড়ে নিয়ে যার অভিযোগ উঠেছিল নেপালি সেনার বিরুদ্ধে। যদিও তার পরে রাজনাথ সিং জানান নেপালের সঙ্গে ভারতের বন্ধুত্ব অটুট রয়েছে।

English summary
Indian Army hit back china army in Ladakh casualty atleast 43 in other side
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X