For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানবাধিকার ইস্যু, রাশিয়া থেকে তেল কেনা, আমেরিকাকে কড়া জবাব ভারতের বিদেশমন্ত্রীর

মানবাধিকার ইস্যু, রাশিয়া থেকে তেল কেনা, আমেরিকাকে কড়া জবাব ভারতের বিদেশমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

আমেরিকাকে কড়া জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি আমেরিকায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে ২ প্লাস ২ বৈঠক ছিল৷ সেখানেই রাশিয়া থেকে তেল কেনা কিংবা ভারতে মানবাধিকারের উপর আঘাতের বিষয়ে আমেরিকার প্রশ্নের জবাব দিলেন এস জয়শঙ্কর।

মানবাধিকার ইস্যু

মানবাধিকার ইস্যু

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতে কাশ্মীর সহ বিভিন্ন জায়গাতে মানবাধিকার আক্রান্ত হওয়ার বিষয় উল্লেখ। এরই প্রত্যুত্তরে এস জয়শঙ্কর বলেন, দেখুন, যে কোনও দেশ যেমন আমাদের মানবাধিকার বিষয় মতামত দিতে পারে। সে রকমই আমরাও কিন্তু তাদের দেশে মানবাধিকার স্বার্থ, লবি এবং ভোটব্যাঙ্ক সম্পর্কে মতামত দেওয়ার সমান অধিকারী। সুতরাং, যখনই এ বিষয়ে আলোচনা হয়, আমি আপনাদের বলতে পারি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের মানবাধিকার পরিস্থিতি নিয়েও চিন্তিত৷ এই দেশে যখন মানবাধিকারের সমস্যা দেখা দেয়, বিশেষ করে যখন সেগুলি যখন অভিবাসী ভারতীয়দের বর্ণবিদ্বেষের সঙ্গে সম্পর্কিত হয় তখন আমরা তা নিয়ে আলোচনা করে থাকি।'

রাশিয়া থেকে তেল কেনা ইস্যু

রাশিয়া থেকে তেল কেনা ইস্যু

মার্কিন পররাষ্ট্র দফতরের তরফে সম্প্রতি বলা হয়েছিল, আমরা কাউকে রাশিয়া থেকে তেল কিনতে বারন করছি না৷ বা কোনও দেশ রাশিয়া থেকে জ্বালানওলি কিনলে তা নিষেধাজ্ঞা ভাঙে না। তবে আমরা সমস্ত দেশকে উৎসাহ দিচ্ছি যাতে তারা রাশিয়া থেকে তেল না কেন৷ কারন ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন এটা হবে যে এই যুদ্ধে কারা সাম্রাজ্যবাদি রাশিয়ার পক্ষে ছিল!

তেল কেনা ইস্যুতে আমেরিকাকে আয়না দেখালেন জয়শঙ্কর!

তেল কেনা ইস্যুতে আমেরিকাকে আয়না দেখালেন জয়শঙ্কর!

জয়শঙ্কর বলেন, যখন তেলের দাম বেড়ে যায়, আমি মনে করি দেশগুলির পক্ষে বাজারে যাওয়া এবং তাদের জনগণের জন্য ভাল চুক্তি কী তা সন্ধান করা স্বাভাবিক। তবে আমি নিশ্চিত যে আমরা যদি দুই বা তিন মাস অপেক্ষা করি এবং বাস্তবে রাশিয়ান তেল ও গ্যাসের বড় ক্রেতা কারা সেই তালিকা দেখি তাহলে আমরা সেখানে প্রথম ১০ এ থাকব না৷ আমরা একমাসে রাশিয়া থেকে যা তেল কিনি তার চেয়ে বেশি তেল ইউরোপ কেনে একবেলায়৷ তাই আপনাদের উচিৎ নজরটা ইউরোপের দিকে ফেরানো!

মহিলা মুখ্যমন্ত্রী এটা কি চেয়েছেন? প্রশ্ন শতাব্দীর! সৌগতকে 'পালটা' দিলেন কুণালওমহিলা মুখ্যমন্ত্রী এটা কি চেয়েছেন? প্রশ্ন শতাব্দীর! সৌগতকে 'পালটা' দিলেন কুণালও

English summary
India's foreign minister's strong response to America on human rights and buying oil from Russia issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X