
এশিয়ার ১০ দূষিত শহরের তালিকায় ভারতের ৮, ব্যতিক্রমী দিল্লি
রাত পোহালেই আলোর উৎসব। গোটা দেশ মাতবে দীপাবলির আনন্দে। তার মধ্যেই দূষণ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ। কারণ দীপাবলীর পরেই দূষণে বিপর্যস্ত হয়ে পড় রাজধানী দিল্লি। এরই মাঝে সুখবর শোনাল একটি তালিকা। তাতে এশিয়ার সবচেয়ে দূষিত শহরের তালিকা প্রকাশিত হয়েছে। একদিকে যেমন ভারতের পক্ষে খারাপ খবর রয়েছে ঠিক তেমনই আবার রাজধানী দিল্লির পক্ষে সুখবরও রয়েছে। এশিয়ার দূষিত ১০ শহরের তালিকার মধ্যে রয়েছে ভারতের ৮টি শহর। আশ্চর্যজনকভাবে তার মধ্যে নেই রাজধানী দিল্লি।

বায়ু দূষণে দিল্লির জুড়ি নেই দেশে। প্রতিবছর দীপাবলীর উৎসব নিয়ে তাই আতঙ্কে থাকেন দিল্লি বাসী। দূষণ নিয়্ন্ত্রণে একাধিক পদক্ষেপ করে থাকে দিল্লি সরকার। বাজি পোড়ানো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই সকালে দিল্লির বায়ু দূষণের মাত্রা বেশিই ছিল। দীপাবলীর আগে দিল্লির এই অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছেন দিল্লিবাসী। তবে আশার কথা শুনিয়েছে এই দূষণ তালিকা। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্সের যে তালিকা প্রকাশ করেছে তাতে এশিয়ার ১০ শহরের তালিকায় নেই রাজধানী দিল্লি।
ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্সের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এশিয়ার ১০টি দূষিত শহরের মধ্যে রয়েছে ভারতের ৮ শহর। দূষণ মুক্ত শহরের তালিকার শীর্ষেও রয়েছে দক্ষিণ ভারতের একটি শহর। অন্ধ্র প্রদেশের রাজা মহেন্দ্রবর্মন স্টেশন সবচেয়ে দূষণ মুক্ত স্টেশনের তালিকায় রয়েছে।
এশিয়া ১০ দূষিত শহরের তালিকায় ভারতের ৮। সেই তালিকায় রয়েছে লখনউ, বেগুসরাই, ভোপাল,কল্যাণ, দর্শণনগর, ছাপড়া, তালকোটর। দূষিত শহরের তালিকায় একাধিক জায়গায় জায়গা করে নিয়েছে চিনের একাধিক শহর। প্রথম তালিকায় দিল্লি জায়গা না পাওয়ায় অনেকটাই স্বস্তিতে । দীপাবলীতে যাতে দূষণ না ছড়ায় তার জন্য বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। না হলে দীপাবলীর পর দিল্লিতে গোটা আকাশ বেশ কয়েকদিন ধোঁয়ায় ঢাকা থাকে।