For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবরাত্রির আমেজে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ভারতে ৬১,৮১৭ , পরিসংখ্যান একনজরে

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে ভারতে গত ২৮ জুলাইয়ের সময় যে হারে আক্রান্তের সংখ্যা বেড়েছিল, তার থেকে আপাতত অনেকটাই কমতির দিকে আক্রান্তের সংখ্যা। নবরাত্রির আমেজে এই পরিসংখ্যান বার্তা সুখবর দিলও ইওরোপেরমতো মহাদেশে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করছে। মনে করা হচ্ছে সেখানে করোনার দ্বিতীয় স্রোত এসেছে। সেখানে বহু দেশে মানুষের অবাধ ঘোরাফেরা এর কারণ বলে মনে করা হচ্ছে।এমন অবস্থায় করোনার জেরে ভারতের পরিসংখ্যান খানিকটা স্বস্তি দায়ক।

নবরাত্রির আমেজে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ভারতে ৬১,৮১৭ , পরিসংখ্যান একনজরে

এদিন স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, ভারতে করোনার জেরে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ছুঁয়েছে ৬১,৮৭১ জন। তার আগে মৃতের সংখ্যা ছুঁয়েছে গত ২৪ ঘণ্টায় ১০৩৩ জন। শনিবার পর্যন্ত দেশের করোনা পরিসংখ্যান বলছে, মোট আক্রান্তের সংখ্যা ৭৪, ৯৪, ৫৫২ জন। করোনার জেরে অ্যাক্টিভ কেস ৭,৮৩,৩১১ জন। যা আগের তুলনায় ২৩৩৫সংখ্যক কমেছে।

এদিকে, সুস্থতার সংখ্যা বাড়তে শুরু করেছে। করোনার জেরে সুস্থ হয়েছেন ৬৫,৯৭,২১০ জন। যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সুস্থতার সংখ্যা শনিবার ১৭৯৮ জন হিসাবে বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে অনেকটাই। মৃতের সংখ্যা গোটা দেশে ১,১৪,০৩১ জন।

নবরাত্রির মরশুমে করোনা ঘিরে আশঙ্কা থেকেই যাচ্ছে। শীতে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করেছেন তিনি। উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে । সর্বত্র মানুষের সমাগম বাড়বে। সেই আশঙ্কা করেই শীতে করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেও হুয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন শীতে করোনা সংক্রমণ ছড়াবে বেশি। এমন পরিস্থিতিতে করোনা পরিসংখ্যান রীতিমচো চিন্তায় রাখছে দেশবাসীকে।

English summary
India reports 61,871 new COVID19 cases & 1033 deaths in last 24 hours on 18 October in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X