For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে নতুন করে করোনা আক্রান্তের পরিসংখ্যান ভয়াবহ! কী জানিয়েছে স্বাস্থ্য দফতর

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে চিনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে ভারত। গোটা দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। অন্যদিকে লাফিয়ে বেড়েছে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের সংখ্যা। দেশের সাম্প্রতিক পরিসংখ্য়ান রীতিমতো উদ্বেগে রাখছে দেশবাসীকে।

করোনা পরিস্থিতি

করোনা পরিস্থিতি


লকডাউনের তৃতীয় পর্যায়ের মেয়াদ আজ শেষের পথে। তবে থামানো যাচ্ছে না করোনা আক্রমণের হার। ক্রমেই তা জাঁকিয়ে বসতে শুরু করেছে। দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে রবিবার সকালে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৯০, ৯২৭ এ গিয়ে ঠেকেছে। এরমধ্যে ৫৩৯৪৬ টি অ্যাকটিভ কেস রয়েছে। নতুন করে আক্রান্ত ৪৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ১২০ জনের।

 করোনা পরিসংখ্যান

করোনা পরিসংখ্যান

দেশের মধ্য়ে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে ক্রমেই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এছাড়াও দেশের ৩০ টি পুর এলাকাকে চিহ্নিত করে দিয়েছে কেন্দ্র। সেখানে করোনার সংক্রমণের জেরেই বাড়ছে আক্রন্তের সংখ্যা। দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা ২৮৭২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৪, ১০৮ জন ।

 রাজ্যগুলির পরস্থিতি

রাজ্যগুলির পরস্থিতি

দেশের মধ্যে মহারাষ্ট্রেই কেবলমাত্র ৩০ হাজারের বেশি করোনা আক্রান্তের খবর মিলেছে। সেখানে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। যেখানে গোটা দেশে মৃতের সংখ্যা ২০০০ এর কিছু বেশি। ফলে চতুর্থ দফার লকডাউন নিয়ে জল্পনা মহারাষ্ট্র ঘিরে বাড়ছে। সেরাজ্যে ৩১ মে পর্যন্তদুটি এলাকায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।

বাকি রাজ্যের পরিস্থিতি

বাকি রাজ্যের পরিস্থিতি

মহারাষ্ট্র বাদে গুজরাত, রাজস্থান ও মহারাষ্ট্রে করোনার প্রবল দংশন অব্যাহত। গুজরাত ও তামিলনাড়ুতে ১০ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিকে ৯ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

দেশকে দুঃখের দিন উপহার মোদী সরকারের! বিস্ফোরক আরএসএসের শ্রমিক সংগঠনদেশকে দুঃখের দিন উপহার মোদী সরকারের! বিস্ফোরক আরএসএসের শ্রমিক সংগঠন

English summary
India records nearly 5,000 new Covid-19 cases, 120 deaths in last 24 hrs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X