For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে টানা ২দিন নতুন আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ, দেশে মোট ১৮.‌৫৫ লক্ষ মানুষ কোভিডের কবলে

ভারতে টানা ২দিন নতুন আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ, দেশে মোট ১৮.‌৫৫ লক্ষ মানুষ কোভিডের কবলে

Google Oneindia Bengali News

যত দিন যাচ্ছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও তত বাড়ছে। কোনওভাবেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়ে উঠছে না। এরই মধ্যে পরপর ২দিন সর্বোচ্চ নতুন করোনা আক্রান্তের সংখ্যা দেখা দিল ভারতে।

ভারতে টানা ২দিন নতুন আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ, দেশে মোট ১৮.‌৫৫ লক্ষ মানুষ কোভিডের কবলে


সোমবার ভারতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫২,৭৮৩ এবং তার পরের দিনই অর্থাৎ মঙ্গলবারই আবার আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারের ওপর (‌৫২,০৫০)‌। এই নিয়ে টানা ৬ দিন এই ঘটনা ঘটল। আরও নতুন সংক্রমণে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়ে গেল ১৮.৫৫ লাখ। সোমবার ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৭৫৮ জনের। একদিনে মৃত্যর ঘটনায় মেক্সিকোর পরই নাম রয়েছে এই দেশের। তবে মঙ্গলবারই এই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ (‌একদিনে)‌।

মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ১৮,৫৫,৭৪৬। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৫,৮৬,২৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২,৩০,৫১০ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৫.৭৭%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮,৯৩৮। মৃতের হার ২.১১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৬,৬১,৭১৫ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

করোনা ধাক্কায় পরাস্ত মার্কিন মুলুক, মহামারীর মাঝেই বড় শিক্ষা পেলেন ট্রাম্প! কি বলছেন বিশেষজ্ঞরা করোনা ধাক্কায় পরাস্ত মার্কিন মুলুক, মহামারীর মাঝেই বড় শিক্ষা পেলেন ট্রাম্প! কি বলছেন বিশেষজ্ঞরা

English summary
india has the highest number of new cases for two consecutive days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X