For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা নিয়ে আগামী ৬ সপ্তাহ ঘিরে অভয়বাণী আইসিএমআর-এর

ভারতে করোনা নিয়ে আগামী ৬ সপ্তাহ ঘিরে অভয়বাণী আইসিএমআর-এর

  • |
Google Oneindia Bengali News

রবিবার পর্যন্ত ভারতে করোনা ভাইরাস টেস্টিং হয়েছে ২০৬২১২ জনের। আর আরও বেশি টেস্টিং এর দিকেই এগিয়ে যেতে চাইছে ভারত। ১৩০ কোটির দেশে ভারতে করোনা টেস্টিং এর হার নিয়ে যখন তুমুল প্রশ্ন উঠছে , তখন রীতিমতো তার জবাবে অভয়বাণী শোনালেন আইসিএমআর-এর, রমন গঙ্গাখেদকর।

 ভারতে করোনা নিয়ে আগামী ৬ সপ্তাহ ঘিরে অভয়বাণী আইসিএমআর-এর

আইসিএমআর -এর তরফে জানানো হয়েছে, আগামী ৬ সপ্তাহের জন্য ভারতে যথেষ্ট সংখ্যক টেস্টিং কিট রয়েছে। এর আগে ভারতের টেস্টিং কিটের সংখ্যা নিয়ে বহু প্রশ্ন দানা বেঁধেছিল। সেই সমস্ত প্রশ্ন আর জল্পনা উড়িয়ে এদিন আইসিএমআর জানিয়ে দিয়েছে যে ভারতে করোনা টেস্টিং কিট নিয়ে কোনও কমতি নেই।

এছাড়াও এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ভারতে আপাতত ৯১৫২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এদিকে, ৩০৮ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। ফলে করোনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে। রবিবার পর্যন্ত হিসাব বলছে যে ভারতে ১৪১ জন করোনার থাবা কাটিয়ে উঠে এসেছেন।

এদিকে, করোনার আবহে রীতিমতো তোলপাড় গোটা দেশ। লকডাউন একাধিক রাজ্যেই এপ্রিল ৩০ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ওড়িশা, পশ্চিমবঙ্গের পর এবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই তামিলনাড়ুতে লকডাউনের সমীনা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।

English summary
India has enough coronavirus testing kits to last for six weeks, says ICMR reveals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X