For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর আরব সাগরে পাক গতিবিধি নজরে রাখতে কোমর বেঁধে নামল ভারত! সতর্ক ভারতীয় নৌসেনা

ভারতীয় গোয়েন্দারা বহুদিন আগে থেকেই সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছিল যে, জলপথে এবার হামলার ছক কষছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় গোয়েন্দারা বহুদিন আগে থেকেই সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছিল যে, জলপথে এবার হামলার ছক কষছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। আর সেই মতো ভারতীয় নৌসেনা ব্যাপক তৎপরতায় নজরদারি শুরু করেছে ভারতীয় জলসীমায়। এবার পাকিস্তানের জলপথে তাদের গতিবিধির ওপর নজর রাখতে বিশেষ পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে ভারত।

উত্তর আরব সাগরে পাকিস্তানের মহড়া!

উত্তর আরব সাগরে পাকিস্তানের মহড়া!

জানা গিয়েছে, উত্তর আরব সাগরে পাকিস্তান শুরু করেছে সেদেশের নৌসেনার মহড়া। যেখানে রকেট ফায়ারিং তথা মিসাইল নিক্ষেপ ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ একসঙ্গে মহড়ায় রয়েছে। আর সেদিকে কড়া নজর দিতেই এবার ভারতের তরফে নামানো হয়েছে একাধিক নজরদারির সাবমেরিন।

 কোন 'যুদ্ধবিদ্যায়' এগিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা

কোন 'যুদ্ধবিদ্যায়' এগিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা

সমুদ্রপথে নজরদারির জন্য বিশেষ যুদ্ধজাহাজ, সাবমেরিন, আরব সাগরে মোতায়েন করে দিয়েছে ভারত। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত। আরব সাগরের বুকে 'সদা সতর্ক' মেজাজে রয়েছে ভারতীয় নৌসেনা। ভারতীয় সেনাসূত্রে খবর, পাকিস্তান নিজের মহড়ায় ৭ থেকে ৮টি যুদ্ধজাহাজ ব্যবহার করছে। যার ওপর কড়া নজরদারি রেখেছে ভারত।

প্রস্তুত ভারতীয় সেনা

প্রস্তুত ভারতীয় সেনা

পাকিস্তানের জনপথে সেনা মহড়া ২৫ সেপ্টম্বর থেকে শুরু করে চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর সেই মহড়ায় 'সক্রিয়' মিসাইল ব্যবহার করা হচ্ছে। যার 'উদ্দেশ্য' খুব একটা ভালো চোকে দেখছে না ভারতীয় নৌসেনা। যার ফলে ভারতীয় নৌসেনার পোসাইডন এইটআইকে আরবসাগরে নামানো হয়েছে।

[৩৭০ ধারা রদের পর দ্বিতীয়বার! রাষ্ট্রসংঘে মোদীর ভাষণের আগে কাশ্মীরে দোভাল, জল্পনা তুঙ্গে][৩৭০ ধারা রদের পর দ্বিতীয়বার! রাষ্ট্রসংঘে মোদীর ভাষণের আগে কাশ্মীরে দোভাল, জল্পনা তুঙ্গে]

[ কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানকে 'ওয়ার্ক ইট আউট ' এর বার্তা ট্রাম্পের][ কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানকে 'ওয়ার্ক ইট আউট ' এর বার্তা ট্রাম্পের]

English summary
India deploys warships to keep tabs on Pakistan's naval exercise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X