For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাওমি, ওপো-র বাণিজ্যে ধাক্কা, ইম্পোর্ট অ্যাপ্রুভালে দেরী করছে ভারত, চিন্তায় চিনা মোবাইল সংস্থাগুলি

শাওমি, ওপো-র বাণিজ্যে ধাক্কা, ইম্পোর্ট অ্যাপ্রুভালে দেরী করছে ভারত, চিন্তায় চিনা মোবাইল সংস্থাগুলি

Google Oneindia Bengali News

লাদাখে আস্ফালন একেবারেই মঙ্গল হয়নি চিনের পক্ষে। একাধিক চিনা মোবাইল সংস্থা এখন চাপের মুখো রয়েছে। শাওমি, ওপো-র মতো জনপ্রিয় চিনা মোবাইল সংস্থাগুলির ইম্পোর্ট অ্যাপ্রুভাল দিতে দেরি করছে ভারত। সূত্রের খবর অগাস্টের শেষের দিকে চিনের সঙ্গে বাণিজ্য নীতিতে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে মোদী সরকার।

চিনা মোবাইলের বাজারে ধাক্কা

চিনা মোবাইলের বাজারে ধাক্কা

ভারতে একটা বড় বাজার রয়েছে িচনা মোবাইল সংস্থাগুলির। শাওমি, ওপো তার মধ্যে অন্যতম। ভারতে প্রতি ১০ মোবাইল বিক্রির মধ্যে শাওমি ও ওপোর স্মার্টফোন থাকে ৮টি। সেই বাজারেও ধাক্কা খাচ্ছে সংস্থাগুলি। সম্প্রতি এই দুটি মোবাইল সংস্থার ইম্পোর্ট অ্যাপ্রুভাল দিতে দেরি করছে ভারত এমনই খবর পাওয়া গিয়েছে। যদিও এই নিয়ে দুই সংস্থার কেউই মুখ খুলতে চায়নি। এমনকি কিনের বাণিজ্য মন্ত্রকও এই নিয়ে কথা বলতে চায়নি।

 লাদাখ সংঘাত

লাদাখ সংঘাত

লাদাখে লালফৌজের আস্ফালনই কাল হয়েছে। চিনকে ভাতে মারা সব পরিকল্পনা তৈরি করে ফেলেছে ভারত। সীমান্তে লালফৌজ যে ভারতীয় জওয়ানদের প্রাণ নিয়েছে তার বদলা নেওয়ার পুরো পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। চিনা সামগ্রি আমদানির উপর নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার।

চিনা দ্রব্য বর্জনের ডাক

চিনা দ্রব্য বর্জনের ডাক

লাদাখের ঘটনার পর থেকে গোটা দেশে চিনা সামগ্রি বর্জনের রব উঠেছে। একাধিক শহরে চিনা সামগ্রি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে। যদিও ভারতে চিনা সামগ্রির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় মোবাইল এবং খেলনা। সেই চিনা সামগ্রিও নাকি এবার নিয়ন্ত্রণ করা হবে।

 অগাস্টেই নতুন বাণিজ্য নীতি

অগাস্টেই নতুন বাণিজ্য নীতি

চিনের সঙ্গে বাণিজ্য নীতিতে পরিবর্তন আনতে চলেছে মোদী সরকার। অগাস্টের শেষের দিকেই সেই নীতির পরিবর্তনের ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ভারতের বণিক সভাগুলির কাছে চিনা সামগ্রি আমদানির তালিকা চেয়েছে মোদী সরকার।

English summary
India delay import aproval of Chinese mobiles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X