For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় সারা দেশে করোনায় আরও বাড়ল সুস্থতার হার! কেন্দ্রের নজর ৫ রাজ্য

বুধবার সন্ধেয় সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮০ লক্ষ পেরিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৮০, ৩৮, ৯৭০-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্র

  • |
Google Oneindia Bengali News

বুধবার সন্ধেয় সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮০ লক্ষ পেরিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৮০, ৩৮, ৯৭০-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯, ৮৮১ জন। মৃত্যু হয়েছে ৫১৭ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,২০, ৫২৭ -তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫০ শতাংশ।

মোদীর ভারতের হামলার ভয় তাড়া করছিল ইমরানকে! অভিনন্দনকে নিয়ে পাকিস্তান সংসদে স্বীকারোক্তি সাংসদেরমোদীর ভারতের হামলার ভয় তাড়া করছিল ইমরানকে! অভিনন্দনকে নিয়ে পাকিস্তান সংসদে স্বীকারোক্তি সাংসদের

ভারতে আক্রান্ত ৮০, ৩৮, ৯৭০

ভারতে আক্রান্ত ৮০, ৩৮, ৯৭০

বৃহস্পতিবার সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০, ৩৮, ৯৭০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬, ০৩, ৬ ৮৭

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৭৩, ১৫৯, ৮৯ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৯৯%-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তারপরেই পশ্চিমবঙ্গ

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তারপরেই পশ্চিমবঙ্গ

সক্রিয় আক্রান্তের নিরিখে দ্বিতীয়স্থানে স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৩, ২৬৬। আক্রান্তের সংখ্যা ৪,১১, ৪৬৫ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৪০৪ জনের। ২৪ ঘন্টায় মৃত্যু ২৭ জনের। যদিও ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যায় সব থেকে কেরল। দক্ষিণের বাম শাসিত এই রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪,৭৯০। অন্যদিকে এখনও দৈনিক মৃত্যুর নিরিখে সবার আগে থাকলেও পরিস্থিতির উন্নতি রয়েছে মহারাষ্ট্রে। সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণের সংখ্যা ৬,৩৭৮-র কিছু বেশি। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬, ৬০, ৪০৬। ২৪ ঘন্টায় দেশের মধ্যে সব থেকে বেশি ৯১ জনের মৃত্যু হয়েছে সেখানে। এরপরেই মৃত্যুর নিরিখে স্থান বাংলার। রাজ্যে ৬০ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫,৬৭৩ জন।

কেন্দ্রের তালিকায় ৫ রাজ্য

কেন্দ্রের তালিকায় ৫ রাজ্য

সারা দেশের বেশিরভাগ রাজ্যে করোনা আক্রান্তের গ্রাফ যেখানে নিম্নগামী, সেখানে দিল্লি, পশ্চিমবঙ্গ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এই রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

২৪ ঘন্টায় ১০, ৭৫, ৭৬০ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১০, ৭৫, ৭৬০ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১০, ৭৫, ৭৬০ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৪, ৭৭৪, ২৪১ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ১৭৯, ২২৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩২, ৭২৭, ১৩৮ জন।

English summary
India coronavirus tally for twenty nineth October, infection decreases and welness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X