For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাত নিয়ে ফের হাইভোল্টেজ বৈঠক! দুই তরফের সেনায় তৎপরতা

লাদাখ সংঘাত নিয়ে ফের হাইভোল্টেজ বৈঠক! দুই তরফের সেনায় তৎপরতা

Google Oneindia Bengali News

লাদাখে শান্তি বজায় রাখার কথা মুখে বললেও চিন তা বাস্তবে করে দেখাচ্ছে না। ক্রমাগত চিনের তরফে সংঘাতে উস্কানি আসছে। কখনও কূটনৈতিকভাবে উস্কানি চলছে, আবার কখনও সরাসরি মল্লযুদ্ধের পথেও যেতে পিছপা হচ্ছে না চিন। এমন পরিস্থিতিতে লাদাখ সমস্যার জট কাটাতে ফের আরও এক বৈঠক আয়োজিত হওয়ার কথা।

 ২ দিনের মধ্যে বৈঠক

২ দিনের মধ্যে বৈঠক

আগামী ২ দিনের মধ্যে লাদাখ সংঘাত মেটাতে হাইভোল্টেজ বৈঠক লাদাখে আয়োজিত হবে। কর্পস কমান্ডার পর্যায়ের এই বৈঠক ঘিরে দুই দেশের সেনার মধ্যে শুরু হয়েছে তৎপরতা।

 উদ্দেশ্য কী বৈঠকের?

উদ্দেশ্য কী বৈঠকের?

দুই দেশের সেনার একমাত্র উদ্দেশ্য সংঘর্ষ প্রশমন করা। চিন আগেই জানিয়েছে আলোচনার মাধ্যমে তারা সীমান্ত সংঘাত বন্ধ করতে চায়। তবে , যে এলাকা ভারতের ,সেখানে চিন নিজের সার্বভৌমত্বের অধিকার ফলাচ্ছে। যা মেনে নিতে পারেনি ভারত। লাদাখের গালওয়ান উপত্যকার ফিঙ্গার ফোর এই সংঘাতের সবচেয়ে বড় সমস্যার দিক।

 শেষ বৈঠক কবে?

শেষ বৈঠক কবে?

সর্বশেষ ২২ জুন লাদাখে দুই তরফের সেনার বৈঠক হয়। যার আগে ১৫ জুন দুই দেশের সেনার মদ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরও আগে ৬ জুন আরও একটি বৈঠক হয়েছিল । যার ফলাফল খুব একটা ইতিবাচক হয়নি।

খোদ চৈনিক ব্লগার কী বলছেন?

খোদ চৈনিক ব্লগার কী বলছেন?

'ব্যর্থতা ঢাকতেই জিনপিং ভারতকে আক্রমণ করছেন।একথা খোদ চৈনিক লেখর গর্জন চ্যাংএর। চিনের বিশেষজ্ঞ গর্ডন চ্যাং দাবি করেছেন, চিনা প্রেসিডেন্ট জি জিনপিং নিজের ব্যর্থতা ঢাকতে ভারতের ওপর হামলা চালাচ্ছেন । ভারতকে নিশানা করে চিন জুড়ে যে ক্ষোভ জিনপিং এর বিরুদ্ধে তৈরি হয়েছে,তা প্রশমিত করার চেষ্টা করছেন জিনপিং।

ভারত-ভুটান বড়সর চুক্তি সেচের জল সংকটের মাঝেই! লাদাখ সংঘাতের আবহে দিল্লি সাজাচ্ছে ঘুঁটিভারত-ভুটান বড়সর চুক্তি সেচের জল সংকটের মাঝেই! লাদাখ সংঘাতের আবহে দিল্লি সাজাচ্ছে ঘুঁটি

English summary
India China to hold talks of 3rd Commander level in upcoming two days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X