For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত চিন সীমান্ত সমস্যার সমাধান এবার কোন পথে! পঞ্চম আলোচনার মিলল নির্যাস

ভারত ও চিনা সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে আরেক দফা সামরিক আলোচনা হল। মেজর জেনারেল পর্যায়ের এই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল লাদাখের ভারত-চিন সীমান্ত নিয়ে।

Google Oneindia Bengali News

ভারত ও চিনা সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে আরেক দফা সামরিক আলোচনা হল। মেজর জেনারেল পর্যায়ের এই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গালওয়ান অঞ্চলে পিপি ১৪, পিপি ১৫ এবং ১৭এ-র উন্নয়ন নিয়ে। লাদাখের ভারত-চিন সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রয়াসে দুই দেশের সামরিক নেতাদের মধ্যে এটা ছিল পঞ্চম আলোচনা।

ভারত চিন সীমান্ত সমস্যার সমাধান এবার কোন পথে! পঞ্চম আলোচনা

এদিন উভয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এবং কর্নেলদের মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এখন তা একটি চূড়ান্ত সমাধানের দিকে তাকিয়ে আছে। যতক্ষণ আলোচনা চলবে, কোনও কেউ কোনও চরম পদক্ষেপ নিতে পারবে না। এ জাতীয় প্রথম সভা চুশুলের বিপরীতে চিনা পক্ষের মালদো সীমান্ত কর্মীদের সভা পয়েন্টে অনুষ্ঠিত হয়েছিল।

এদিন বৈঠকের আগে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিনটি সার্ভিস প্রধানের সঙ্গে আরেকটি পর্যালোচনা বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রীর সভাপতিত্বে এই সপ্তাহে এটি ছিল দ্বিতীয় বৈঠক। এর আগে তিনি গত ৮ ই জুন এ জাতীয় শেষ বৈঠকটি করেন।

এই বছরের শুরুর দিকে ভারত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বারবার বলেছেন যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ভারত ও চিনের মধ্যে আলোচনাই সমস্ত সমস্যার সমাধান করবে। এবং সেই পথেই এগোচ্ছে দুই দেশ।

ভারত-চিন সীমান্তে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের সৈন্যের মধ্যে ৫ মে দ্বন্দ্ব বাধে। ভারতীয় সেনা এবং পিপলস লিবারেশন আর্মির মধ্যে প্যানগং তসো হ্রদ নিয়ে দ্বন্দ্ব হয়। উত্তেজনা বাড়তে থাকে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করা নিয়ে তীব্র হয় রোষ। তারপরই তা প্রশমিত করতে আলোচনা শুরু হয়।

English summary
India and China take a decision to resolve the Ladakh border standoff. Two countries sat on a meeting and take decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X