For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত থেকে আরও ভ্যাকসিন তৈরি হবে', বিশ্বমঞ্চে 'আত্ম নির্ভরতার' সুরে বার্তা মোদীর

'ভারত থেকে আরও ভ্যাকসিন তৈরি হবে', বিশ্বমঞ্চে 'আত্ম নির্ভরতার' সুরে বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে এদিন মোদী ভার্চুয়াল সভায় যোগ দিয়ে দেশের করোনা পরিস্থিতির মোকাবিলা তেকে আত্মনির্ভর ভারতের হাত ধরে উন্নত অর্থনীতির পথে অগ্রসর হওয়া নিয়ে একাধিক বার্তা দেন। আর সেই প্রসঙ্গে উঠে আসে ভ্যাকসিনের প্রসঙ্গ।

ভারতে তৈরি আরও ভ্যাকসিন আসবে

ভারতে তৈরি আরও ভ্যাকসিন আসবে

মোদী এদিনের সভায় বলেন, 'আপাতত ভারতে ২ টি ভ্যাকসিন রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জেনে খুশি হবে যে আগামী সময়ে আরও ভ্যাকসিন ভারত থেকে আসবে। ' এই প্রসঙ্গে মোদীর বার্তা মাত্র ১২ দিনেই ভারতে ২.৩ মিলিয়ন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। আগামী দিনে ৩০০ মিলিয়ন টার্গেট রয়েছে ভারতের।

কোভিডের বিরুদ্ধে লড়াইটা কতটা কঠিন?

কোভিডের বিরুদ্ধে লড়াইটা কতটা কঠিন?

মোদী বলেন, একটা সময় ছিল যখন সকলেই বলেছে যে ভারতে করোনার সুনামী আসবে। ভারত প্রবল দুর্যোগের মধ্যে পড়ে যাবে করোনা নিয়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সেই জায়গা থেকে বর্তমানে ভারত ১৫০ টি দেশে অত্যাবশ্যকীয় কোভিড সামগ্রী পাঠিয়েছে। আর এই ঘটনাই প্রমাণ করে দেয় যে কীভাবে ইতিবাচক মনোভাব নিয়ে ভারত এই লড়াই লড়েছে।

'চিপেস্ট ডেটা' ভারতে

'চিপেস্ট ডেটা' ভারতে

মোদী এদিন ভারতে ব্যাবসার সুযোগ সুবিধা নিয়েও বক্তব্য রাখেন। তিনি জানান, ভারতে সবচেয়ে কম দাম ডেটার। এদিকে, ইন্টারনেট সংযোগ দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে। ফলে ব্যবসার ক্ষেত্রে নিজেকে ধীরে ধীরে যে দেশ গড়ে তুলছে সে বার্তা দিতে ভোলেননি মোদী।

আত্মনির্ভরতা ও সুযোগ

আত্মনির্ভরতা ও সুযোগ

বিশ্ব মঞ্চে মোদী সাফ জানান, ভারতে ব্যবসার ক্ষেত্রে যেমন একাধিক সম্ভাবনা উঠে আসতে পারে,তেমনই আত্মনির্ভর ভারতের হাত ধরে ভারত অর্থনীতিকে চাঙ্গা করেছে। এদিকে, উৎপাদন ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। কর্পোরেট কর ১৫ শতাংশ কমানো হয়েছে। উৎপাদন ক্ষেত্রের সুবিধার জন্য জিএসটির হার কমানো হয়েছে। এমনকি শ্রম আইনেও পরিবর্তন আনা হয়েছে। মোদী জানান, ভারত বহুদিন ধরে এই সমস্ত সংস্কারের আশায় অপেক্ষা করেছে।

'১২ দিনে ভারত ২.৩ মিলিয়কে টিকা দিয়েছে'! ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সদর্পে দাবি মোদীর '১২ দিনে ভারত ২.৩ মিলিয়কে টিকা দিয়েছে'! ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সদর্পে দাবি মোদীর

English summary
In the time to come many more vaccines will come from India ,says Modi at World Economic Forum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X