For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৫ সালেই মোদী বন্দনায় মুখর হয়েছিলেন ওবামা! কী বলেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

Google Oneindia Bengali News

ভারতের মুখ্য সংস্কারক বা রিফর্মার ইন চিফ বলে নরেন্দ্র মোদীকে আখ্যা দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৫ সালেই মোদী সম্পর্কে এই প্রশংসা সূচক কথাগুলো বলেছিলেন বারাক ওবামা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ওবামার লেখা বই 'এ প্রমিসড ল্যান্ড'। সেই বইতে ওবামার স্মৃতিচারণায় নেই ভারতের প্রধানমন্ত্রীর প্রসঙ্গ। তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

ওবামার বইয়ে স্থান পাননি মোদী

ওবামার বইয়ে স্থান পাননি মোদী

অনেকের দাবি, ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন জয় মোদীর সরকারের জন্যে ভালে হবে না। কারণ মোদী-ট্রাম্প বন্ধুত্ব সর্বজনবিদিত। এবং হয়ত তাই, নিজের দলের প্রেসিডেন্টকে বেকায়দায় না ফেলতেই ওবামার বইয়ে স্থান পাননি মোদী। তবে মোদীর সঙ্গে যে ওবামার সম্পর্ক ভালো, তাও জানা সবার। তাছাড়া বাইডেনের সঙ্গেও ভারতের সমপ্রক, এমনকি মোদী সরকারের সম্পর্ক বেশ ভালো।

মোদীকে রিফর্মার ইন চিফ বলে আখ্যা দিয়েছিলেন ওবামা

মোদীকে রিফর্মার ইন চিফ বলে আখ্যা দিয়েছিলেন ওবামা

এরই মধ্যে ফের একবার সামনে আসে ২০১৫ সালে ওবামার লেখা মোদী সম্পর্কিত একটি আর্টিকেল। টাইম ম্যাগাজিনের জন্যে লেখা সেই আর্টিকেলে প্রধানমন্ত্রী মোদীকে রিফর্মার ইন চিফ বলে আখ্যা দিয়েছিলেন তিনি। ২০১৫ সালে মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে এসেছিলেন স্বাধীনতা দিবসের প্রধান অতিথি হিসেবে। সেই সময় ওবামার সঙ্গে মোদী মুখোমুখি হয়েছিলেন। এর পর ২০১৭ সালে ফের ভারতে এসেছিলেন। তখন প্রেসিডেন্ট না হলেও মোদীর সঙ্গে তাঁর আলাপচারিতা হয়েছে।

'মোদী ভারতের গতিশীল সমাজের প্রতীক'

'মোদী ভারতের গতিশীল সমাজের প্রতীক'

২০১৫ সালে টাইম ম্যাগাজিনের জন্যে মোদী সম্পর্কে ওবামা লিখেছিলেন, 'ছোটো বেলায় নরেন্দ্র মোদী তাঁর বাবাকে চায়ের দোকান চালাতে সাহায্য করতেন। আজ তিনি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধান। দরিদ্র অবস্থা থেকে তিনি আজ দেশের প্রধানমন্ত্রী।' এছাড়া প্রধানমন্ত্রী মোদীর, অর্থনৈতিক দূর দর্শিতা, পরিবেশ সম্পর্কিত সচেতনতা এবং অদম্য আত্মবিশ্বাস তথকালীন মার্কিন প্রেসিডেন্টের মন জয় করেছিল। তিনি লিখেছিলেন, 'মোদী ভারতের গতিশীল সমাজের প্রতীক।'

ওবামার স্মৃতিচারণায় মোদী না থাকলেও চুপ বিরোধীরা

ওবামার স্মৃতিচারণায় মোদী না থাকলেও চুপ বিরোধীরা

এদিকে মোদীর উল্লেখ নেই বলে বিরোধীরা ওবামার বই নিয়ে লাফালাফি করতে পারছেন না। কারণ ওবামার বাইতে রাহুল গান্ধী সম্পর্কে যা লেখা হয়েছে, তাতে কংগ্রেস নেতার লজ্জায় কান লাল হয়ে যাওয়ার কথা। রাহুলকে অপরিণত বলে এতদিন আক্রমণ করে এসেছে বিজেপি। এবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের স্মৃতিচারণায়ও সেই শব্দ।

রাহুল গান্ধী নিয়ে যা বললেন ওবামা

রাহুল গান্ধী নিয়ে যা বললেন ওবামা

নিজের বইটিতে রাহুলকে নার্ভাস এবং অপরিণত বলে উল্লেখ করেছেন বারাক ওবামা৷ সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাহুল গান্ধীর আচরণ একজন পড়ুয়ার মতো৷ ওবামা লেখেন, রাহুল গান্ধী নার্ভাস এবং অগোছালো প্রকৃতির ৷ তাঁর আচরণ একজন পড়ুয়ার মতো। যে সবসময় তাঁর শিক্ষককের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে৷ কিন্তু, কোনও বিষয়ে দক্ষতা অর্জনের প্রবণতা ও আগ্রহের অভাব রয়েছে৷

<strong>আল-কায়েদার 'টার্গেট লিস্টে' বাংলা, দিওয়ালির আগেই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ আইবি-র</strong>আল-কায়েদার 'টার্গেট লিস্টে' বাংলা, দিওয়ালির আগেই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ আইবি-র

English summary
In 2015, former US President Barack Obama, described Narendra Modi as India's reformer-in-chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X