For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা দূর করুক ঈশ্বর! বিতর্কিত মন্তব্যে ঝড় তুললেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি কাটজু

Google Oneindia Bengali News

বিতর্কিত মন্তব্যের জন্য বারবারই শিরোনামে উঠে এসেছেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্কাণ্ডেয় কাটজু। এবার করোনা সংক্রমণে আবহে ফের এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন বিচারপতি মার্কাণ্ডেয় কাটজু। করোনা সংক্রমণ নিয়ে প্রশ্ন করতে গিয়ে ঈশ্বরকে টেনে নিয়ে এসেই এই বিতর্কের জন্ম দিয়েছেন এই প্রাক্তন বিচারপতি।

টুইট বার্তায় কী লেখেন প্রাক্তন বিচারপতি

এদিন এক টুইট বার্তায় প্রাক্তন বিচারপতি লেখেন, 'যদি সত্যি ঈশ্বর থেকে থাকে, তবে করোনা ভাইরাসকে তিনি তাড়াচ্ছেন না কেন? নাকি ঈশ্বর সাধারণ মানুষকে কষ্ট দিতেই ভআলো বাসেন।' শুধু এখানেই থেমে না থেকে আরও একটি টুইট করেন তিনি।

'গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছি'

অপর টুইট বার্তায় কাটজু লেখেন, 'আমি মজা করছি না। আমি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছি। দসটোয়েভস্কির বিখ্যাত বই 'কারামাজোভ ভাই'-এ লেখা ছিল, যদি ঈশ্বর থেকে থাকেন তবে কেন নিরীহ নিষ্পাপ শিশুদের কষ্ট ভোগ করতে হয়? এই বিশ্বে কয়েক লক্ষ শিশু আছে যারা ক্ষুধা, তৃষ্ণায় জর্জরিত।'

ভারতে করোনা পরিস্থিতি

ভারতে করোনা পরিস্থিতি

এই বিতর্কিত মন্তব্য এমন এক সময়ে এল যখন ভারতে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৩০০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৯১০০ ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সব থেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মাহারাষ্ট্র

সব থেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মাহারাষ্ট্র

দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৭৪ জন। মারা গিয়েছেন ১৫০ জন।

English summary
if there is a God, why does not eradicate corona, asked Justice Markandey Katju
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X