For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পেঁয়াজ আমি বেশি খাই না', লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে নির্মলা আরও যা বললেন

  • |
Google Oneindia Bengali News

গত ৪ মাসে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকায় পৌঁছেছে। গোটা দেশের মানুষের নাভিশ্বাস উঠছে ক্রমাগত পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে। এদিকে, দেশজুড়ে আর্থিক মন্দার বাজারে সব্জির দাম বৃদ্ধি ঘিরে গোটা দেশ এই মুহূর্তে তাকিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দিকে। এমন পরিস্থিতিতে তিনি কোন ব্যবস্থা নেন , তা জানতে আগ্রহী কাশ্মীর থেকে কন্যাকুমারী। আর পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এদিকে, সংসদে দেশের অর্থমন্ত্রীর নয়া বক্তব্য কেড়ে নিল শিরোনাম।

'আমি পেঁয়াজ রসুন বেশি খাই না'

'আমি পেঁয়াজ রসুন বেশি খাই না'

বিরোধীরা যখন সংসদের শীতকালীন অধিবেশনে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পেঁয়াজের দামবৃদ্ধি নিয়ে ক্রমাগত কোণঠাসা করতে থাকেন, তখন তার জবাবে নির্মলা বলেন, 'আমি বেশি পেঁয়াজ রসুন খাইনা। আমি এমন একটা পরিবার থেকে আসি যেখানে পেঁয়াজ রসুন বেশি খাওয়া হয়না।'

 পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে নির্মলার বক্তব্য

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে নির্মলার বক্তব্য

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন নির্মলা সীতারমন বলতে উঠে জানান, কেন্দ্র পেঁয়াজের মূল্য হ্রাসে সমস্ত রকমের চেষ্টা করছে। পেঁয়াজ সংকট কাটাতে একাধিক ব্যবস্থা সরকার ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। এই মূল্যহ্রাসে বহু ধরনের চেষ্টা সরকার করে চলেছে বলে জানান নির্মলা। বন্ধ করা হয়েছে পেঁয়াজের রপ্তানীও।

 পেঁয়াজের দামের চড়াই উতরাই নিয়ে নির্মলার বক্তব্য

পেঁয়াজের দামের চড়াই উতরাই নিয়ে নির্মলার বক্তব্য

নির্মলা সীতারমন লোকসভায় জানান, যে ২০১৪ সাল থেকে তিনি এমন একটি মন্ত্রিগোষ্ঠীর সদস্য ছিলেন, যাঁরা পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও হ্রাসের ওপর নজর রেখেছিল। আর সেই সময় থেকেই তিনি পেঁয়াজের দাম বৃদ্ধি ও হ্রাস নিয়ে একাধিক নির্দেশ তিনি সাধারণ মানুষের সাহায্যার্থে রাতারাতি পাশ করিয়েছেন।

মিশর থেকে পেঁয়াজ আমদানি রাজ্যে!

মিশর থেকে পেঁয়াজ আমদানি রাজ্যে!

এদিকে, গোটা দেশের সঙ্গে বাংলাতেও পেঁয়াজের দামের ঝাঁঝ কাঁদাচ্ছে সাধারণ মানুষকে। রাজ্যের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকা প্রতি কেজির অঙ্ক ছুঁয়ে ফেলেছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার মিশর থেকে পেঁয়াজ আমদানি করতে চলেছে রাজ্য।

English summary
I don't eat much of onion, says Nirmala Sitharaman over price rise.Amid rise in onion prices across the country, Union Finance Minister Nirmala Sitharaman made a rather bizarre statement in the Parliament on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X