For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌এমন কিছু করেছি যার জন্য লজ্জিত, সুইসাইড নোটে জানালেন অ্যাটলাস কর্ণধারের আত্মঘাতী স্ত্রী

‌এমন কিছু করেছি যার জন্য লজ্জিত, সুইসাইড নোটে জানালেন অ্যাটলাস কর্ণধারের আত্মঘাতী স্ত্রী

Google Oneindia Bengali News

বিখ্যাত এক সাইকেল সংস্থার শীর্ষ কর্তার স্ত্রী আত্মঘাতী। অ্যাটলাস সাইকেলের কর্ণধার সঞ্জয় কাপুরের স্ত্রী নাতাশা কাপুর মঙ্গলবার দিল্লির ঔরঙ্গাজেব লেনের বাড়িতে আত্মহত্যা করেন। তিনি তাঁর সুইসাইড নোটে লিখেছেন যে তিনি এমন কিছু করেছেন যা তাঁর করার দরকার ছিল না এবং সেই কাজের জন্য তিনি লজ্জিত।

‌এমন কিছু করেছি যার জন্য লজ্জিত, সুইসাইড নোটে জানালেন অ্যাটলাস কর্ণধারের আত্মঘাতী স্ত্রী


পুলিশ জানিয়েছে, নাতাশা কাপুর তাঁর সুইসাইড নোটে পরিবারের সদস্যদের জানিয়েছে যে তাঁরা যেন নিজেদের খেয়াল রাখে। যদিও চিঠিতে তিনি কেন এই চূড়ান্ত পদক্ষেপ নিলেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। ৫৭ বছরের নাতাশা সুইসাইড নোটে তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ি করে যাননি। চিঠিতে তিনি লিখেছেন, '‌আমি স্বইচ্ছায় মরছি। এর জন্য কোনও ব্যক্তি দায়ি নয়। আমি এমন কিছু করেছি যা করা উচিত ছিল না। আমি নিজের চোখেই খুব লজ্জিত। আমি সকলকে ভালোবাসি, সঞ্জয়, আমার মেয়ে এবং আমার ছেলে আমি সকলকে ভালোবাসি।’‌ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই আত্মহত্যার বিষয়ে তাঁদের জানানো হয়।

নাতাশা কাপুরের ছেলে সিদ্ধান্ত পুলিশকে জানান যে মঙ্গলবার তিনি তাঁর মাকে দুপুরের খাওয়ারের জন্য ডাইনিং টেবিলে আসতে ফোন করেন। বেশ কিছুবার ফোন করার পরও নাতাশা কাপুর কোনও সাড়া দেন না। এরপর সিদ্ধান্ত তাঁর মায়ের ঘরে গিয়ে দেখেন ঘরের দরজা হাল্কা করে দেওয়া রয়েছে, কিন্তু ভেতর থেকে বন্ধ নয়। দরজা টোকা মারার পরও ভেতর থেকে কোনও শব্দ না পেয়ে সিদ্ধান্ত ভেতরে ঢুকে দেখেন তাঁর মা সিলিং ফ্যান থেকে ঝুলছেন। ওড়না দিয়ে নাতাশা কাপুর আত্মহত্যা করেন। বাড়ির পরিচারকদের সহায়তায় সিদ্ধান্ত তাঁর মাকে নীচে নামিয়ে বিছানায় শোওয়ান। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স, উদ্বেগ বাড়ছে দেশেসৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স, উদ্বেগ বাড়ছে দেশে

English summary
i did something for which i am ashamed wife of atlas cycles owner in suicide note
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X