For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাড়ির রেজিস্ট্রেশনে 'BH' সিরিজ আসলে কী, কীভাবে করতে হবে আবেদন জেনে নিন বিস্তারিত

গাড়ির রেজিস্ট্রেশনে 'BH' সিরিজ আসলে কী, কীভাবে করতে হবে আবেদন জেনে নিন বিস্তারিত

Google Oneindia Bengali News

এর রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি বিক্রির পর রেজিস্ট্রেশনের ঝঞ্ঝাট মেটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে এই বিশেষ সিরিজের রেজিস্ট্রেশন চালু করার কথা ঘোষণা করা হয়েছে। তাতে নতুন করে আর গাড়ি বিক্রির পর অন্য রাজ্যে নিয়ে যেতে রেজিস্ট্রেশন করাতে হবে না। কীভাব এই বিশেষ রেজিস্ট্রেশন করাতে হবে জেনে নিন বিস্তারিত।

কারা পাবেন এই সুবিধা

কারা পাবেন এই সুবিধা

বিএইচ সিরিজ রেজিস্ট্রেশন চালু করার কথা ঘোষণা করা হলেও সকলেই এর সুবিধা পাবেন না। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সেনাবাহিনী, রাষ্ট্রায়াত্ব সংস্থা, রাজ্য সরকারী কর্মীরা এই সুবিধা পাবেন। রাষ্ট্রায়াত্ব সংস্থা গুলির দফতর যদি চারের বেশি রাজ্যে জারি থাকে তাহলেই এই নিয়ম কার্যকর হবে তাঁদের গাড়ির ক্ষেত্রে। নইলে একটি দুটি রাজ্যের ক্ষেত্রে সেই সুবিধা তাঁরা পাবেন না। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ভারত সিরিজের রেজিস্ট্রেশনের কথা ঘোষণা করে জানানো হয়েছে একথা।

কী সুবিধা পাবেন

কী সুবিধা পাবেন

যাঁরা এই সিরিজের রেজিস্ট্রেশন করাবেন তাঁেদর গাড়ির কর ২ বছরের জন্য মকুব করা হবে। তাঁরা নিজের ইচ্ছে মত যেকোনও রাজ্যে গাড়ি নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের কোনও কর দিতে হবে না। রেজিস্ট্রেশনের ১৪ বছর হয়ে গেলে এক বছরের মোটর ভেহিকেলস ট্যাক্স মকুব করা হবে। আগে যার অর্ধেক তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছিল সেটা পুরোটাই মকুব করে দেওয়া হবে।

কীভাবে জানা যাবে এই রেিজস্ট্রেশনের গাড়ি

কীভাবে জানা যাবে এই রেিজস্ট্রেশনের গাড়ি

যে গাড়ি গুলি এই সিরিজের রেজিস্ট্রেশন থাকবে তাদের আলাদা করে চিহ্নিতকরণের জন্য কোডের ব্যবহার করা হচ্ছে। YY BH #### XX এভাবে চিহ্নিত করা থাকবে। YY চিহ্ন থাকবে প্রথম বছরের রেজিস্ট্রেশনের জন্য।
তার সঙ্গে থাকবে BH কোড ভারত সিরিজ বোঝাবার জন্য। তারপরে 0000 to 9999 বসানো হবে নম্বর। এবং XX- এর অর্থ হল AA - ZZ অ্যালফাবেটিকালি চিহ্নিত করা হবে।

কীভাবে করবেন আবেদন

কীভাবে করবেন আবেদন

এই িসরিজের রেজিস্ট্রেশনের জন্য কতগুলি ধাপ মেনে চলতে হবে গাড়ির মালিকদের। তার জন্য প্রথমেই যে রাজ্যে আপনি বাস করেন সেই রাজ্য সরকারের কাছ থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে।
তারপরে রোড ট্যাক্স মেটাতে হবে তার পরে নতুন রেজিস্ট্রেশনের মার্ক পাওয়া যাবে। সেটা হয়ে গেলে রোড ট্যাক্সের রিফান্ডের জন্য আবেদন করা যাবে যেরাজ্যে আপনি বাস করেন সেই রাজ্য থেকে। ধাপে ধাপে সেই রোড ট্যাক্স ফেরত পাওয়া যাবে । একবারে সেটা পাওয়া যাবে না। এই সিরিজের নম্বর পেলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে সফর অনেক সহজ হয়ে যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
BH series registration for cars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X