For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের ঘুম কেড়েছেন একা অনশুল সাক্সেনাই! ভারতীয় এই প্রযুক্তিবিদকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

'উরি' ফিল্ম মুক্তি পাওয়ার পর থেকে একটি সংলাপ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে,.. 'হাউজ দ্য জোশ'। সেই সংলাপের ধাঁচেই এখন অনশুল ভক্তরা এখন পাকিস্তানকে তাক করে বলছেন 'হাউজ দ্য খউফ'!

  • |
Google Oneindia Bengali News

'উরি' ফিল্ম মুক্তি পাওয়ার পর থেকে একটি সংলাপ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে,.. 'হাউজ দ্য জোশ'। সেই সংলাপের ধাঁচেই এখন অনশুল ভক্তরা এখন পাকিস্তানকে তাক করে বলছেন 'হাউজ দ্য খউফ'! পুলওয়ামায় সেনা কনভয়ে জইশ জঙ্গি আদিলের আত্মঘাতী হামলার নিন্দায় গর্জে উঠছে গোটা দেশ, তখন নিজের মত করে সরব হয়েছেন অনশুল। এই প্রযুক্তিবিদ ক্রমেই ত্রাস হয়ে উঠেছেন পাকিস্তানের জন্য। এখানেই শেষ নয়, কাশ্মীরে পুলওয়ামা বিস্ফোরণের ঘটনায় যাঁরা সোশ্যাল মিডিয়ায় সেনার সমালোচনা করেছেন বা দেশ বিরোধী কোনও মন্তব্য করেছেন তাদের কাছেও দুঃস্বপ্ন হয়ে উঠেছেন অনশুল। একনজরে চিনে নেওয়া যাক অনশুলকে। যিনি সোশ্যাল মিডিয়ায় এখন 'ম্যান অফ দ্য মোমেন্ট' হয়ে উঠেছেন।

পাকিস্তানের সরকারী অ্যাকাউন্ট হ্যাক ও অনশুলের পোস্ট!

পুলওয়ামা হামলার ঠিক পরেই পাকিস্তানের বিদেশমন্ত্রকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। রাতারাতি খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাকিস্তানে । শুধু তাই নয় , পাক ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায় পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রোফাইল। পাকিস্তানের দাবি এই ঘটনার নেপথ্যে রয়েছেন ভারতীয় হ্যাকাররা। যে খবর অনশুল নিজের ফেসবুক ওয়াল-এ পোস্ট করেন। অনেক ক'ঠি সোশ্যাল মিডিয়া পোস্ট-এ উঠে এসেছিল, যে এই ঘটনার নেপথ্যে অনশুলই রয়েছেন। যদিও তিনি দাবি করেছেন ৭০ টি পাকিস্তানি ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তবে পাকিস্তানের অভিযোগ সীমান্তের এপার থেকেই ভারতীয় হ্য়াকার এমন কাজ করে চলেছেন।

মোদীও ফলো করছেন অনশুলকে!

মোদীও ফলো করছেন অনশুলকে!

অনশুল সাক্সেনার টুইটার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, দেশের একাধিক নেতামন্ত্রীরা তাঁকে ফলো করছেন। এঁদের মধ্যে যেমন রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন , তেমনই রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় ক্রমেই বাড়ছে অনশুলের জনপ্রিয়তা।

'কোনও দেশবিরোধীকে ছেড়ে দেওয়া হবে না'!

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে বহু জায়গা থেকেই দেশবিরোধী স্লোগান উঠে আসে। কোথাও কোথাও জওয়ানদের আত্মবলিদানকে নিয়ে উল্লাস করা হয়েছে। আর এই নিয়ে সোশ্য়াল মিডিয়ায় একাধিক খবরও উঠে এসেছে। তুখোর প্রযুক্তিবিদ তথা নিজেকে হ্যাকার বলে দাবি করা অনশুল এঁদের নিয়েও চরম হুঁশিায়রি দেন নিজের ফেসবুক পেজে।

জনপ্রিয়তায় অনশুল!

পুলওয়ামা পরবর্তী পর্যায়ে শেষ তিন দিনে অনশুলের প্রোফাইলে ২ লাখেরও বেশি ফলোয়ার জড়ো হয়েছে টুইটারে। ক্রমেই সোশ্যাল মিডিয়ায় ব্য়াপক চাঞ্চল্য ফেলতে শুরু করেছেন অনশুল।

English summary
How Anshul Saxena becoming nightmare for Pakistan,here what his social media sight suggests.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X