For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাব–রাজস্থানের পর হরিয়ানাতেও পঙ্গপাল নিয়ে জারি উচ্চ সতর্কতা

পাঞ্জাব–রাজস্থানের পর হরিয়ানাতেও পঙ্গপাল নিয়ে জারি উচ্চ সতর্কতা

Google Oneindia Bengali News

পাঞ্জাব ও রাজস্থানে পঙ্গপালের হামলার পর হরিয়ানাতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বৃহস্পতিবার তা ঘোষণা করেছেন কৃষি মন্ত্রী জয় প্রকাশ দালাল।

পাঞ্জাব–রাজস্থানের পর হরিয়ানাতেও পঙ্গপাল নিয়ে জারি উচ্চ সতর্কতা


কৃষি মন্ত্রী জানিয়েছেন যে বিশেষ পর্যবেক্ষকের দল এই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সম্প্রতি হওয়া পঙ্গপালের দৌরাত্ম্য নিয়ে সচেতন করছেন কৃষকদের। কৃষিমন্ত্রী বলেন, '‌পঙ্গপালের আক্রমণকে নিয়ন্ত্রণ করতে কৃষকরা ৫০ শতাংশ ভর্তুকিতে কীটনাশক পাবেন।’ তিনি কৃষকদের উদ্দেশ্য আবেদন করেছেন যে তাঁরা যেন তাঁদের কৃষি জমি পরিদর্শন করেন এবং কোনও পঙ্গপাল হামলা হলে তা যেন সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, হরিয়ানার কৃষি বিজ্ঞান কেন্দ্র, হিসারের ডেপুটি ডিরেক্টর, কৃষি বিভাগকে জানানো হয়। মন্ত্রী আরও জানিয়েছেন যে পঙ্গপালের হামলা রোখার জন্য কৃষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

কৃষিমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, প্রয়োজন অনুসারে কীটনাশকের পর্যাপ্ত ব্যবস্থাও করা হচ্ছে এবং তাই রাজ্যের কৃষকদের যেন আতঙ্ক বা উদ্বেগ না করা উচিত। মন্ত্রী জানান, সিরসা, ফতেয়াবাদ ও হিসার সহ রাজস্থান ও পাঞ্জাব সংলগ্ন সীমান্তবর্তী জেলাগুলিতে যথাযথ প্রস্তুতি চলছে। এগুলি ছাড়াও ভিওয়ানি, মহেন্দ্রগড়, রেওয়াড়ি এবং চরখি দাদরী জেলা এবং এই জেলা সংলগ্ন অঞ্চলে ব্যবস্থা করা হয়েছে। পাঞ্জাবের সীমান্তবর্তী গ্রাম ফজিলকা জেলায় একপাল পঙ্গপাল আক্রমণ করে। প্রশাসন সময়মতো যদিও তা প্রতিরোধ করতে সফল হয়েছে।

English summary
Special supervision teams have been constituted to tackle the situation and to spread awareness about the recent locust outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X