For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তে সেনা সংঘর্ষ, হাই অ্যালার্ট জারি হিমাচলের লাহুল, স্পিতিতে

লাদাখ সীমান্তে সেনা সংঘর্ষ, হাই অ্যালার্ট জারি লাহুল, স্পিতিতে

Google Oneindia Bengali News

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর আরও ঝুঁকি নিতে রাজি নয় ভারত। হিমাচল প্রদেশের চিন সীমান্তে জারি করা হল হাই অ্যালার্ট। লাহুল-স্পিতি উপত্যকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। হিমাচল প্রদেশ পুলিসকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

হাই অ্যালার্ট জারি হিমাচলের লাহুল, স্পিতিতে

হিমাচল পুলিস এবং ইন্দো টিবেটিয়ান পুলিসকে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। তাঁদের তৎপর থাকতে বলা হয়েছে। লাহুল স্পিতি এলাকার বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করার কড়া নির্দেশ জারি হয়েছে। লাহুল এবং স্পিতি দুই এলাকাতেই চিনের সীমান্ত রয়েছে।

লাদাখের পর এই দুই সীমান্তে চিনা বাহিনী গণ্ডগোল পাকাতে পারে এই আশঙ্কায় আগে থেকে সতর্কতা নেওয়া হয়েছে। কারণ লাদাখ সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষে ভারতের ২০জন জওয়ান শহিদ হয়েছে। এই পরিস্থিতি যাতে বারবার তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। যদিও গালওয়ান উপত্যকা েখন শান্ত বলে জানানো হয়েছে। দুই দেশের বাহিনীই তাঁদের নিজের অবস্থানে ফিরে গিয়েছে।

English summary
High alert issued after India China border standoff in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X