For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সেরা উচ্চাকাঙ্খী জেলা হরিদ্বার, পুরস্কার হিসাবে নীতি আয়োগ দিল ৩ কোটি

Google Oneindia Bengali News

সম্প্রীতি নীতি আয়োগ উত্তরাখণ্ডের হরিদ্বারকে পাঁচটি মাপকাঠির নিরিখে সেরা উচ্চাকাঙ্খী জেলা বলে ঘোষণা করেছে। আর সেই কারণে হরিদ্বারকে পুরস্কার স্বরূপ দেওয়া হল তিন কোটি টাকা। নীতি আয়োগের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ডিরেক্টর প্রোগ্রাম ডিরেক্টর রাকেশ রঞ্জন উত্তরখণ্ডের চিফ সেক্রেটারি এবং হরিদ্বারের কালেকটর অফিসে চিঠি দিয়েএই কথা জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, পাঁচটি মাপকাঠির নিরিখে হরিদ্বারকে দেশের সবচেয়ে 'উচ্চাকাঙ্খি' জেলা হিসাবে বেছে নেওয়া হল।

দেশের সেরা উচ্চাকাঙ্খী জেলা হরিদ্বার

কীসের ভিত্তিতে এই নির্বাচন হয়? এক্ষেত্রে বলে রাখা দরকার, যে যে জেলা উন্নতি করতে চায়, তাদের তরফে উন্নতির পদ্ধতি কী কী হবে, কীভাবে সেই জেলাগুলি উন্নতি করতে চাইছে, কোন কোন পরিষেবার ক্ষেত্রে কেমন বদল হবে- এই গোটা বিষয়টির রূপরেখা জানাতে হয়। সেই রূপরেখার বিচারে কোন শহরের 'উচ্চাকাঙ্ক্ষা' সবচেয়ে বেশি তা নির্বাচন করে নীতি আয়োগ।

সেই নিরিখেই দেশের অন্যান্য জেলাগুলিকে পিছিয়ে দিয়ে এক নম্বরে উঠে এসেছে হরিদ্বার। দেওয়া এক সাক্ষাৎকারে হরিদ্বার জেলার কালেকটর বিনয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, 'কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল হরিদ্বার জেলাকে দেশের এক নম্বর উচ্চাকাঙ্খী জেলা হিসাবে গড়ে তোলার জন্য সক্রিয় ভূমিকা নিচ্ছেন। যেহেতু আমরা এক নম্বর জেলা হয়েছি, তাই উচ্চাকাঙ্খী জেলা কর্মসূচির অধীনে পাঁচটি মাপকাঠির আরও উন্নয়নের জন্য আমাদেরকে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে।' পাণ্ডে আরও বলেন, 'উচ্চাকাঙ্খী জেলায় আমরা পিছিয়ে ছিলাম এমন একটি মাপকাঠি হল স্বাস্থ্য খাত‌। আমরা বরাদ্দকৃত অর্থ রুরকির উপ-জেলা হাসপাতাল এবং হরিদ্বার জেলা হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের উন্নতিতে ব্যবহার করব।'‌

চিঠিতে বলা হয়েছে, উচ্চাকাঙ্খী জেলা স্কিমের নিয়ম অনুযায়ী, জেলাগুলি রাজ্য এবং কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করবে এবং কর্মকাণ্ডের জন্য গঠিত সচিবদের ক্ষমতাপ্রাপ্ত কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য নীতি আয়োগে প্রেরণ করবে বলে মনে করা হচ্ছে।

English summary
Niti Aayog declared Haridwar as the best aspirational district in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X